Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নির্বাচনী ইস্তাহারে চমক মমতার, জানুন দিদির সেরা ১০ অঙ্গীকার

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এরইমধ্যে গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। স্বাভাবিকভাবেই সেই ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল সংবাদমাধ্যমের…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এরইমধ্যে গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। স্বাভাবিকভাবেই সেই ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে গত ১০ বছরে ১১০ শতাংশ কাজ করেছে সরকার। তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ৫ বছরে আরও ৫ লাখ কর্মসংস্থান দেবে রাজ্য সরকার। এছাড়াও একাধিক প্রতিশ্রুতি দিয়ে একপ্রকার নির্বাচনী প্রচারে ঝড় তুললেন চেয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী তার নির্বাচনী ইস্তাহারে বলেছেন, “আমরা দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেব। বাংলা আবাস যোজনায় আরো ২৫ লাখ বাড়ি তৈরি হবে এবং আরও অনেক কিছু।” আজকের এই প্রতিবেদনে মুখ্যমন্ত্রীর দেওয়া ১০ অঙ্গীকার সম্বন্ধে জেনে নিন:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
  • পড়ুয়াদের জন্য এবার থেকে তৈরি হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এতে ৪ শতাংশ সুদে ১০ লাখ টাকা অব্দি ঋণ পাওয়া যাবে।
  • খাদ্যসাথী প্রকল্পের অন্তরে এবার রাজ্য সরকার দেড় কোটি পরিবারের দুয়ারে পৌঁছে দেবে রেশন।
  • রাজ্যের মোট ৫০ টি শহরে কার্যকর হবে মা ক্যান্টিন প্রকল্প। এই প্রকল্পের অন্তর্গত ২৫০০ টি কেন্দ্রে মাত্র ৫ টাকার বিনিময়ে পেটভরে ডিমভাত পাওয়া যাবে।
  • কৃষক বন্ধু প্রকল্পের বার্ষিক অনুদান এবার থেকে বাড়িয়ে দেওয়া হবে। যাদের ১ কাঠা জমি আছে তারা এই সুবিধা পাবে। এছাড়াও কৃষকবন্ধুদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
  • পরিবারপিছু মাসিক সবাইকে ৫০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া পিছিয়ে পড়া মানুষদের ১০০০ টাকা করে দেওয়া হবে।

  • বাংলা আবাস যোজনায় আরও ২৫ লাখ বাড়ি নির্মাণ করা হবে।
  • সব পরিবারে আয় নুন্যতম ৬০০০ টাকা নিশ্চিত করবে রাজ্য সরকার।
  • প্রতি ব্লকে আবাসিক স্কুল তৈরি হবে।
  • মে মাস থেকে বিধবাদের জন্য হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
  • প্রতি ঘরে বিদ্যুৎ থাকবে ও ৪৫ লাখ পরিবারকে নলযুক্ত পানীয় জল দেওয়া হবে।
About Author