Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

থাকছে ক্যামেরায় চমক, বাজারে আসতে চলেছে Vivo X60 সিরিজ

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফোন। গত শুক্রবার কোম্পানি হতে জানানো হয়েছে যে আসন্ন ২৫ এ মার্চ X60 সিরিজকে লঞ্চ করা হবে ভারতীয় স্মার্টফোন…

Avatar

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফোন। গত শুক্রবার কোম্পানি হতে জানানো হয়েছে যে আসন্ন ২৫ এ মার্চ X60 সিরিজকে লঞ্চ করা হবে ভারতীয় স্মার্টফোন মার্কেটে। বলা বাহুল্য, এই স্মার্টফোন সিরিজের তালিকায় রয়েছে X60 Pro+, X60 Pro এবং X60 স্মার্টফোনগুলি। ইতিমধ্যেই চিনের বাজারে এই স্মার্টফোন সিরিজের বিক্রি কোম্পানির তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। তবে ভারতের বাজারে এই স্মার্টফোন সিরিজে ঠিক কোন কোন ফোনকে লঞ্চ করা হবে সেই বিষয় সম্পর্কে কোম্পানির তরফ থেকে এখনও কোনও তথ্যই জানানো হয়নি।

বলে রাখা ভালো, এর আগে Vivo X50 সিরিজ ভারতের বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছিল বলেই সূত্রের খবর। একই সাথে ভারতীয় বাজারে ঝড় তুলেছিল X50 Pro স্মার্টফোনটিও। জানা গিয়েছে যে এই দুটি ফোনের তুলনায় আরও উন্নত মানের ক্যামেরা দেওয়া হবে X60 সিরিজের স্মার্টফোনগুলিতে। থাকতে চলেছে ZEISS লেন্স যুক্ত ক্যামেরা। অন্যদিকে আসন্ন ২৩ এ মার্চ বাজারে লঞ্চ করা হবে Oneplus 9 series এর স্মার্টফোন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

X60 pro+, X60 Pro এবং X60 তে কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এর প্রসেসর। অন্যদিকে ক্যামেরার দিকে নজর দিলে দেখা যাবে যে, X60 PRO+ এবং X60 Pro তে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ। অর্থাৎ X60 Pro+ স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৪৮ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। অন্যদিকে X60 তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। পাওয়ার প্রদানের জন্য Vivo X60 স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪৩০০ mAh এর ব্যাটারি। বাকি দুটি ফোনে রয়েছে ৪২০০ mAh এর বড় ব্যাটারি। তিনটি ফোনেই দেওয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চির স্ক্রিন সহ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

About Author