Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যেসব নায়িকারা যাঁরা দ্বিতীয়বার বসেননি বিয়ের পিঁড়িতে

কথায় বলে ‘ন‍্যাড়া বেলতলায় একবারই যায়’, তা প্রথমবার বিয়ের পিঁড়িতে বসে কিছুদিনের মধ্যেই হাড়ে হাড়ে টের পেয়েছিলেন কিছু নায়িকা। এই কারণে বিবাহ বিচ্ছেদের পর তাঁদের পুনরায় বিয়ের পিঁড়িতে বসা নিয়ে…

Avatar

কথায় বলে ‘ন‍্যাড়া বেলতলায় একবারই যায়’, তা প্রথমবার বিয়ের পিঁড়িতে বসে কিছুদিনের মধ্যেই হাড়ে হাড়ে টের পেয়েছিলেন কিছু নায়িকা। এই কারণে বিবাহ বিচ্ছেদের পর তাঁদের পুনরায় বিয়ের পিঁড়িতে বসা নিয়ে বারংবার জল্পনা হলেও আর ওমুখো হতে চাননি তাঁরা।

এঁদের মধ্যে প্রথমেই আসে কপূর-নন্দিনী করিশমা কাপুর (karishma kapoor)-এর নাম। অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর সঙ্গে করিশমার বাগদান হওয়ার পর বচ্চন পরিবারের কিছু শর্ত মানতে না পেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন করিশমা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর 2003 সালের 29 শে সেপ্টেম্বর বাল‍্যবন্ধু সঞ্জয় কাপুর (sanjay kapoor)-কে বিয়ে করেন করিশমা। 2005 সালে তাঁদের মেয়ে সামাইরা (samaira)-র জন্মের পর সঞ্জয় শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন করিশমাকে। করিশমা চলে আসেন মুম্বইয়ে তাঁর নিজের বাড়িতে। তিনি বিবাহ বিচ্ছেদ চাইলে সঞ্জয় তাঁর কাছে ক্ষমা চেয়ে তাঁকে আবার ফিরিয়ে নিয়ে যান। এই ঘটনার এক বছর পরে করিশমা ও সঞ্জয়ের পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু সঞ্জয়ের শারীরিক ও মানসিক নির্যাতন কমেনি। উপরন্তু সঞ্জয় জড়িয়ে পড়েন পরকীয়ায়। এই সময় রাতের পর রাত করিশমা বৈবাহিক ধর্ষণের শিকার হতেন। এক রাতে অতিরিক্ত মদ্যপানের ফলে অচেতন হয়ে পড়েন সঞ্জয়। সেই সময় দুই সন্তানকে নিয়ে সঞ্জয়ের গাড়ির চাবি খুঁজে বের করে নিজে ড্রাইভ করে দিল্লী থেকে বিধ্বস্ত অবস্থায় মুম্বই এসে পৌঁছান করিশমা। এই ঘটনার পর করিশমা ও সঞ্জয়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর আর বিয়ে করেননি করিশমা।

অভিনয় জগতে আসার আগেই চিত্রাঙ্গদা সিং (chitrangada singh)-এর বিয়ে হয়েছিল গল্ফ খেলোয়াড় জ‍্যোতি রণধাওয়া (Jyoti Randhwa)-এর সঙ্গে। কিন্তু অভিনেত্রী ও মডেল হিসাবে চিত্রাঙ্গদার জনপ্রিয়তা সহ্য করতে পারেননি তাঁর স্বামী। ফলে শুরু হয় ইগোর লড়াই। 2015 সালে চিত্রাঙ্গদার সঙ্গে জ‍্যোতির বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর এখনও বিয়ে করেননি চিত্রাঙ্গদা।

অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima chowdhury) ছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (leander peas)-এর বাগদত্তা। কিন্তু তাঁদের ব্রেক আপ হয়ে যায়। এরপর আর্কিটেক্ট ববি মুখার্জি(Bobby mukherjee)-কে 2006 সালে বিয়ে করেন মহিমা।তাঁদের একটি কন্যাসন্তান হয়। কিন্তু 2016 সালে ববি ও মহিমার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আপাতত মহিমা মেয়েকে নিয়ে একাই থাকেন।

About Author