Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেল নিয়ে খুশির খবর শোনাল রেলমন্ত্রী পীযূষ গোয়েল

গোটা দেশজুড়ে করোনা ভাইরাস প্যানডেমিকের পর অর্থনীতির হাল বেহাল হয়ে গেছে। এই অর্থনীতিকে চাঙ্গা করতে বারংবার খবরের শিরোনামে আসছে সরকারি সম্পত্তির বেসরকারিকরণ করা হচ্ছে। ইতিমধ্যেই মোদি সরকার একাধিক সরকারি সম্পত্তি…

Avatar

গোটা দেশজুড়ে করোনা ভাইরাস প্যানডেমিকের পর অর্থনীতির হাল বেহাল হয়ে গেছে। এই অর্থনীতিকে চাঙ্গা করতে বারংবার খবরের শিরোনামে আসছে সরকারি সম্পত্তির বেসরকারিকরণ করা হচ্ছে। ইতিমধ্যেই মোদি সরকার একাধিক সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বাড়ছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ। কিছুদিন আগে জল্পনা চলছিল যে ভারতীয় রেল কেউ হয়তো বেসরকারি সংস্থার হাতে বেঁধে দেওয়া হবে। আর সেই নিয়ে ভারতবাসীরা মোদি সরকারের বিরুদ্ধে একাধিক জায়গায় বিক্ষোভ করেছে।

সাধারণ মানুষ ছাড়াও বিরোধীপক্ষ বারংবার মোদি সরকারকে রেলের বেসরকারিকরণ ইস্যুতে কটাক্ষ করেছে। কিন্তু তখনো জানা ছিল না যে রেলের বেসরকারিকরণ আদৌ কতটা হবে। এবার সেই সমস্যা নিয়ে বক্তব্য রাখলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি ধোঁয়াশা কাটিয়ে স্পষ্ট বললেন, “এখন ভারতীয় রেলকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে না। বরং ভারতীয় রেলের উন্নতির জন্য বেসরকারি বিনিয়োগ করা হচ্ছে। তবে বেসরকারি বিনিয়োগ করলে তা বেসরকারিকরণ হয়না। ভারতীয় রেল সর্বদা ভারত সরকারেরই থাকবে।” এরসাথে তিনি ভারতীয় রেলের বেসরকারি বিনিয়োগের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রেলমন্ত্রী পীযূষ গোয়েল আরো জানিয়েছে, ভারতীয় রেল যাতে দক্ষ কার্যকারিতা দেখাতে পারে, “তার জন্যই রেলে বেসরকারি বিনিয়োগ করা হচ্ছে। রেলে অনুদান অনেক প্রয়োজন। কারণ ২ বছর ধরে রেল দুর্ঘটনায় কোন যাত্রীর মৃত্যু হয়নি। আসলে বিনিয়োগের মাধ্যমে রেল তাদের যাত্রী সুরক্ষার বিষয়ে আরো বেশি খরচ করতে পারছে।”

সেই সাথে তিনি ভারতীয় রেল কর্মচারীদের জন্য বলেছেন যে রেলের উন্নতি আনতে একজোটে সরকারি ও বেসরকারি সংস্থাকে কাজ করতে হবে। এর ফলে ভবিষ্যতে কর্মসংস্থান বাড়বে ও সেই সাথে বাড়বে রেলের যাত্রী সুরক্ষা। এছাড়া কর্মচারীদের তিনি আশ্বস্ত করে বলেছেন, “রেল ভারতীয়দের সম্পত্তি। সেটা সারাজীবন থাকবে। কোন বেসরকারি সংস্থার হাতে নিলে দায়িত্ব তুলে দেওয়া হবে না।”

About Author