Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিষেকের পরানো বিয়ের মঙ্গলসূত্র বদলে ফেললেন অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন

বচ্চন পরিবার বরাবর কিছুটা হলেও রক্ষণশীল। এহেন বচ্চন পরিবারের বৌ হওয়ার সময় অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, অভিষেক(Avishek Bachchan)-ঐশ্বর্য(Aishwarya Rai Bachchan)-এর বিয়ে আদৌ টিকবে কিনা। তবে অনেক ঝড়ের সম্মুখীন হয়েও এখনও…

Avatar

বচ্চন পরিবার বরাবর কিছুটা হলেও রক্ষণশীল। এহেন বচ্চন পরিবারের বৌ হওয়ার সময় অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, অভিষেক(Avishek Bachchan)-ঐশ্বর্য(Aishwarya Rai Bachchan)-এর বিয়ে আদৌ টিকবে কিনা। তবে অনেক ঝড়ের সম্মুখীন হয়েও এখনও টিকে আছে অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক। তবে এর মধ্যেই অভিষেকের পরিয়ে দেওয়া বিয়ের মঙ্গলসূত্রটি ভাঙিয়ে ফেলেছেন ঐশ্বর্য। শোনা গিয়েছিল, অভিষেকের পরিয়ে দেওয়া মঙ্গলসূত্রটির দাম নাকি 45 লাখ টাকা। কিন্তু এটা ছিল সম্পূর্ণ গুজব। প্রকৃতপক্ষে, মঙ্গলসূত্রটির দাম ছিল দেড় লাখ টাকা। কারণ এই মঙ্গলসূত্রে বসানো ছিল একটি বড় হীরে। ঐশ্বর্যর মা বৃন্দা রাই(Vrinda Rai)-এর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী হীরেটির কারণে মঙ্গলসূত্রটির দাম পড়েছিল দেড় লাখ টাকা।

2007 সালে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ের সময় ঐশ্বর্যর গলায় দুই নরি ও হীরেওয়ালা মঙ্গলসূত্রটি পরিয়ে দিয়েছিলেন অভিষেক। সেই সময় এই মঙ্গলসূত্রটি নিয়ে যথেষ্ট চর্চা হয়েছিল বলিটাউনে। আরাধ্যা (Aradhya bachchan)-এর জন্মের সময় কিছু অসুবিধার কারণে মঙ্গলসূত্রটি ছোট করার সিদ্ধান্ত নেন ঐশ্বর্য। ঐশ্বর্য নিজের মঙ্গলসূত্রতে হীরেটি রেখে মঙ্গলসূত্রটি একনরি করে নেন। এর ফলে সারা বছর ঐশ্বর্য সহজেই সমস্ত পোশাকের সঙ্গে মঙ্গলসূত্রটি পরতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে ঐশ্বর্যর বাঁ হাতে বারো মাস থাকে তাঁর দিদিশাশুড়ি ইন্দিরা ভাদুড়ী (Indira bhaduri)-র দেওয়া একটি সোনাবাঁধানো নোয়া। একমাত্র নাতবৌ-এর জন্য ইন্দিরা দেবী অনেকগুলি বাঙালি নকশার অলঙ্কার তৈরী করিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল নারকোলফুল বালা, লক্ষতারা হার। এমনকি অভিষেকের বিয়ের আগে নিজে কালীঘাটে গিয়ে পূজো দিয়েছিলেন বৃদ্ধা ইন্দিরা দেবী। কিন্তু তাঁর মেয়ে জয়া (jaya bachchan) ও ঐশ্বর্যর মধ্যে ঠান্ডা লড়াইয়ের কথা ইন্ডাস্ট্রির কারও অবিদিত নয়।

About Author