Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শনিবারই বাকি ২৩৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি, চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রথম দফা নির্বাচন। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। অন্যদিকে শাসকদল…

Avatar

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রথম দফা নির্বাচন। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের ২৯৪ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে। তবে বিরোধী পক্ষ গেরুয়া শিবির প্রাথমিকভাবে প্রথম দুই দফা বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। তাতে মোট ৬০ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি।

তবে এবার দলীয় সূত্রে জানা যাচ্ছে যে আগামী শনিবার বিজেপি তাদের বাকি ২৩৪ প্রার্থীর তালিকা হয়তো ঘোষণা করে দিতে পারে। এবার বিজেপি শিবিরের কারা টিকিট পাবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বঙ্গবাসী। কারণ তৃণমূলের এক ঝাঁক নেতাকর্মী এখন বিজেপির সৈনিক। এরপর প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে জল্পনা চলছে যে পুরনো গেরুয়া শিবির কর্মী টিকিট পাবেন না টিকিট পাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা নেতা। আসলে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে কেন তৃণমূলের মত গেরুয়া শিবির তাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেনি? এতে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে হয়তো গেরুয়া শিবির তাদের আদি নব্য দ্বন্দ্ব ঠেকানোর জন্য একেবারে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার ঝুঁকি নেয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে প্রথম দফা ভোটের আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাও আবার একদিনের জন্য নয়। এবারে প্রধানমন্ত্রীর বাংলা সফরের কর্মসূচিতে আছে গোটা তিন দিন। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির হয়ে প্রচার করার জন্য একুশে বিধানসভা নির্বাচনের আগে ১৮ মার্চ পুরুলিয়ায়, ২০ মার্চ কাঁথি ও ২১ মার্চ বাঁকুড়ায় জনসভা করবেন। ভোট পূর্ববর্তী মুহূর্তে প্রধানমন্ত্রীর জনসভা যে শাসকদলকে আক্রমণের আঙ্গিনা হয়ে উঠবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

About Author