বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার পড়েই চলেছে সোনার দাম। বিগত ১১ মাসের হিসাব দেখতে গেলে এখন সবথেকে কম চলছে সোনার দাম। গত বছরের আগস্ট মাসে সোনার দাম ছিল প্রায় ৫৭,০০০ টাকা।
আর সেই দাম এখন রেকর্ড হারে পড়তে শুরু করেছে। এখন সোনার দাম ২২ শতাংশ কমে গিয়ে প্রতি ১০ গ্রামে ১২,৪০০ টাকা সস্তা হয়েছে যা এর আগে কখনো ভারত দেখেনি। তবে এরকম পরিস্থিতিতে সকলের মনে এখন একটাই প্রশ্ন, সোনালী ধাতুর দানকি আরো কমবে নাকি এবারে বাড়বে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাজেটের আর্থিক পরিস্থিতি আস্তে আস্তে চাঙ্গা হওয়া শুরু হয়েছে এবং সেই কারণে সোনার দামে পতন দেখা যাচ্ছে। তবে এই দামের হ্রাস কিন্তু খুব একটা বেশি দিনের জন্য স্থায়ী হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানাচ্ছেন, বর্তমানে ডলার কিছুটা কমজোরী হবার কারণে সোনার দাম এর উপরে আবার প্রভাব পড়তে চলেছে আর কিছুদিনের মধ্যে।
তবে মধ্যবিত্তদের জন্য সুখবর, আর কয়েক দিন অবশ্যই সস্তা থাকবে সোনা। মনে করা হচ্ছে দেশের বাজারে সোনার দাম ৪০,০০০ টাকার নিচে চলে যেতে পারে। তাই যদি এই মুহূর্তে একটা সোনার গহনা নিশ্চয়ই কিনে রাখতে পারেন।