Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুই কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, খড়্গপুরে টিকিট পেলেন হিরণ

বাংলার বিধানসভা নির্বাচন প্রায় আগত। এই মুহূর্তে প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে ব্যস্ত। তৃণমূল হোক বা বিজেপি, সবাই ইতিমধ্যেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা শুরু করে দিয়েছে।…

Avatar

By

বাংলার বিধানসভা নির্বাচন প্রায় আগত। এই মুহূর্তে প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে ব্যস্ত। তৃণমূল হোক বা বিজেপি, সবাই ইতিমধ্যেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা শুরু করে দিয়েছে। তৃণমূল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তাদের ২৯৪ আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা। আর বিজেপি তাদের প্রথম দুই দফার প্রার্থী তালিকা জানিয়ে দিয়েছে। আর এবারে আরো দুটি কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি।

বিজেপি সুত্রে খবর, খড়গপুর আসনের জন্য প্রার্থী হতে চলেছেন টলিউড তারকা হিরণ। এই আসনে প্রার্থী হবার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু সেই জল্পনা সম্পূর্ণ ধুলিস্যাৎ করে দিয়ে হিরণ চক্রবর্তী কে প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন সুপ্রীতি চ্যাটার্জী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিধানসভা নির্বাচনের আগে একের পর এক দলবদল চলছে। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক জনপ্রতিনিধি। হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ, অভিনেতা হিরণ সকলেই বিজেপিতে যোগ দিয়েছেন। জল্পনা চলছিল অনেকদিন ধরেই, হিরনকে এইবারের বিধানসভা নির্বাচনে টিকিট দিতে পারে বিজেপি।

এবারে সেই জল্পনা সত্যি করে খড়্গপুরে প্রার্থী হলেন অভিনেতা হিরণ। গত লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর থেকে কংগ্রেসের প্রার্থী জ্ঞান সিং সহন পালকে হারিয়ে জয় লাভ করেছিলেন সিমি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর অনেকেই মনে করছিল, এই আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন দিলীপ ঘোষ। কিন্তু, দিলীপ ঘোষকে বাদ দিয়ে এবারে এই কেন্দ্রের জন্য হিরনকে পছন্দ করলো বিজেপি।

About Author