Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার কি বিজেপিতে যীশু? রুদ্রের পোস্ট করা ছবি জল্পনা বাড়াল বঙ্গ রাজনীতিতে

একুশে বিধানসভার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শোনা যাচ্ছে টলিউড তারকাদের রাজনীতিতে পা দেবার খবর। এখন গোটা টলিউড রাজনীতির আঙিনায় ধরা দিয়েছে। একের পর এক অভিনেতা অভিনেত্রী তৃণমূল বা বিজেপিতে…

Avatar

একুশে বিধানসভার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শোনা যাচ্ছে টলিউড তারকাদের রাজনীতিতে পা দেবার খবর। এখন গোটা টলিউড রাজনীতির আঙিনায় ধরা দিয়েছে। একের পর এক অভিনেতা অভিনেত্রী তৃণমূল বা বিজেপিতে এসে যোগদান করেছে। এরমধ্যে গেরুয়া শিবিরের সৈনিক হয়েছেন টলিউড অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ধারাবাহিকের তারকারা। কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছেন রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী চ্যাটার্জী ও যশ দাশগুপ্তের মত তারকা অভিনেতারা। তার ওপর দুদিন আগে মোদির ব্রিগেড সমাবেশে গেরুয়া শিবিরে যোগদান করেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

তবে এরমধ্যে বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে যীশু সেনগুপ্ত কি এবার বিজেপিতে যোগদান করবে? হঠাৎ এরকম বিতর্ক সৃষ্টি হয়েছে রুদ্রনীল ঘোষের একটি ফেসবুক পোস্টকে ভিত্তি করে। আসলে বিজেপিতে যোগদান করা রুদ্রনীল ঘোষ আজকে তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে রুদ্রনীল ঘোষ ও মিঠুন চক্রবর্তীর সাথে বসে গল্প করছেন যীশু সেনগুপ্ত। আবার রুদ্রনীল ঘোষ ইঙ্গিতপূর্ণ ভাবে ছবিটা ক্যাপশন দিয়ে লিখেছেন, “আজ একটু অন্যরকম আলোচনা”। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে তীব্র জল্পনা-কল্পনা চলছে যে এবার হয়তো যীশু সেনগুপ্ত গেরুয়া সৈনিক হবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, যিশু সেনগুপ্তের সাথে ছবি রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ নাকি জিজ্ঞাসা করা হলে রুদ্রনীল ঘোষের জবাবটা বেশ অন্যরকম ছিল। তিনি বলেছেন, “রাজনীতি এখন ঘরে ঘরে। একুশে বিধানসভা নির্বাচনের জন্য উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। বাঙালির রান্নাঘরেও এখন নির্বাচনের আলোচনা চলছে। এবার যীশু সেনগুপ্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে যদি বিজেপিতে যোগদান করতে চান তাহলে তা তিনি নিজেই জানাবেন।”

About Author