পবনের নারীসক্তি কারণে 2015 সালে আত্মহত্যা করেছিলেন তাঁর প্রথম স্ত্রী প্রিয়াকুমারী (priyakumari singh)। স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে কান্নার ইমোজির বন্যা বইয়ে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে স্মরণ করে শোকবার্তা লিখেছিলেন পবন। এতই যখন কষ্ট হচ্ছিল তাহলে নাহয় প্ল্যানচেট করে একবার প্রিয়াকুমারীকে ডেকে কথা বলতে পারতেন পবন। কিন্তু তা না করে 2018 সালে জ্যোতি সিং (Jyoti singh)-কে বিয়ে করে পবন প্রমাণ করেছেন ‘বৌ মরলে বৌ পাওয়া যায়’।
অভিনেত্রী অঞ্জনাকে শরীরচর্চায় সহায়তা করছেন অভিনেতা পবন সিং, ভাইরাল ভিডিও
ইদানিং ভোজপুরি গায়ক-অভিনেতা পবন সিং (Pawan singh)-কে অভিনেত্রী অঞ্জনা সিং (Anjana singh)-এর সঙ্গে একটু বেশিই দেখা যাচ্ছে। প্রায়ই অঞ্জনা ও পবন একে অপরের সাথে ছবি শেয়ার করছেন। অপরদিকে আবার নেটিজেনদের…

আরও পড়ুন