জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ দেখলে অনেকেই বুঝতে পারবেন না রানী রাসমণির চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া প্রকৃতপক্ষে একটি টিনএজ মেয়ে। রাসমণির বয়সের উপযুক্ত নিপুণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছেন দিতিপ্রিয়া। এছাড়া পরিচালক দিয়া অন্নপূর্ণা ঘোষ (Diya Annapurna Ghosh)-এর হিন্দি ফিল্ম ‘বব বিশ্বাস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে।শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় (srijit Mukherjee) পরিচালিত ‘রাজকাহিনী’ ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া নজর কেড়েছিলেন। এরপর তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির ভূমিকায় কাস্ট করা হয়। রানী রাসমণির চরিত্র দিতিপ্রিয়াকে প্রবল জনপ্রিয় করে তুলেছে। লাগাতার তিন বছর ধরে রানী রাসমণির চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া।এবার দিতিপ্রিয়া শিরোনামে নিয়ে এলেন তাঁর মা-বাবাকে। সম্প্রতি মা-বাবার 22 তম বিবাহবার্ষিকীতে মা-বাবার জন্য জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করেছিলেন দিতিপ্রিয়া। মা-বাবার বিয়ে ও বাইশ বছরের বিবাহিত জীবনের বিভিন্ন মুহূর্তের একটি কোলাজ তৈরী করে মা ও বাবাকে উপহার দিয়েছেন তিনি। এমনকি সাদা রঙের পোশাকে সজ্জিতা দিতিপ্রিয়া মা ও বাবাকে দিয়ে বিবাহবার্ষিকীর কেকও কাটিয়েছেন এদিন। ‘রানীমা’-র অনুরোধে নীল রঙের পোশাকে সুসজ্জিত হয়ে লাজুক মুখে কেক কাটলেন মিস্টার এবং মিসেস রায়। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় নিমেষের ফ্রেমবন্দি হয়ে ভাইরাল হয়ে গেল তাঁদের 22 তম বিবাহবার্ষিকী। দিতিপ্রিয়ার অনুরাগীরা তাঁর মা-বাবাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।
রাজকীয়ভাবে বাবা-মায়ের বিবাহবার্ষিকী পালন করলেন ‘রানী রাসমণি’র দিতিপ্রিয়া, রইল সমস্ত ছবি
অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ইদানিং খবরের শিরোনামে থাকছেন। কিছুদিন আগেই অতনু বোস (Atanu Bose) পরিচালিত ‘অজানা উত্তম’ ফিল্মে সাবিত্রী চট্টোপাধ্যায়(shabitri chatterjee)-র ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছেন দিতিপ্রিয়া। চলতি বছরে 51…

আরও পড়ুন