Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রিয়াঙ্কার জীবনে ‘সোনা’, ছবি ভাইরাল হতে তোলপাড় নেটদুনিয়া

একসময় যে দেশের মাটিতে প্রিয়াঙ্কা চোপড়া(priyanka Chopra)-কে বলা হয়েছিল ‘ব্রাউনি’, করা হয়েছিল বডি শেমিং, আজ সেই নিউ ইয়র্কের বৌ প্রিয়াঙ্কা। কয়েক বছর আগেই নিউ ইয়র্ক প্রবাসী গায়ক নিক জোনাস (Nick…

Avatar

একসময় যে দেশের মাটিতে প্রিয়াঙ্কা চোপড়া(priyanka Chopra)-কে বলা হয়েছিল ‘ব্রাউনি’, করা হয়েছিল বডি শেমিং, আজ সেই নিউ ইয়র্কের বৌ প্রিয়াঙ্কা। কয়েক বছর আগেই নিউ ইয়র্ক প্রবাসী গায়ক নিক জোনাস (Nick jonas)-কে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে পেতেছেন তাঁর সংসার। অপরদিকে হলিউডেও তাঁর কেরিয়ার ক্রমশ এগিয়ে চলেছে। নিক জোনাসের কয়েকটি মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এছাড়াও প্রিয়াঙ্কার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে কখনও সখনও নিজের বিউটি হ্যাকস শেয়ার করেন প্রিয়াঙ্কা।

এবার নিউ ইয়র্কের মাটিতেই নিজের ভারতীয় রেস্টুরেন্ট ‘সোনা’-র উদ্বোধন করলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিক। 2019 সালে রেস্টুরেন্টটি তৈরীর কাজ শুরু হয়েছিল। 2020 সালে লকডাউন হওয়ার ফলে রেস্টুরেন্টের কাজ স্থগিত হয়ে যায়। ফলে 2021 সালে প্রিয়াঙ্কার ‘সোনা’-র ওপেনিং হয়। টুইটারে প্রিয়াঙ্কা জানিয়েছেন রেস্টুরেন্ট খোলার ব্যাপারে নিক তাঁকে সবরকম ভাবে সাহায্য করেছেন। 2019 সালে রেস্টুরেন্টের ভিতের পুজো হয়েছিল। এদিন সেই পুজোর ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ছবিতে প্রিয়াঙ্কা ও নিককে দেখা যাচ্ছে ভারতীয় পোশাক পরে একসঙ্গে পুজোয় বসতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে নিউ ইয়র্ক ও লন্ডনের বিভিন্ন লোকেশনে চলছে ‘ম্যাট্রিক্স ফোর’-এর শুটিং। এই ফিল্মে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ফলে এই মুহূর্তে প্রিয়াঙ্কা ভারতে আসতে পারছেন না, তা নিজেই জানিয়েছেন তিনি।

About Author