রাজীব ঘোষ: তোলাবাজির অভিযোগ এবার তৃণমূল নেতার বিরুদ্ধে। দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান কল্যান করের বিরুদ্ধে ওই এলাকার এক ব্যবসায়ী তোলাবাজির অভিযোগ করেছেন।সম্প্রতি ওই ব্যাগ ব্যবসায়ী দমদমের নন্দননগর এলাকায় একটি নতুন বাড়ি কিনেছেন।ব্যবসায়ীর অভিযোগ এরপর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান কল্যান করের অনুগামীরা তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন।তিনি ওই পরিমাণ টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন।তারপর থেকে হুমকি আসতে থাকে।বিভিন্ন সমস্যা তৈরী হয়।ওই ব্যাগ ব্যবসায়ী পরে কল্যান করের অনুগামীদের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।কিন্তু প্রাক্তন পুরপ্রধান কল্যান করের অনুগামীরা ব্যবসায়ীকে হুমকি দিয়ে চাপ দিতে থাকেন।
ব্যবসায়ীর অভিযোগ তারা ২ লক্ষ টাকা দাবি করেন।তিনি সেটা না দিতে পারায় শনিবার রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন প্রাক্তন পুরপ্রধানের অনুগামীরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।তার গলায় যে সোনার চেন ছিল সেটাও তারা কেড়ে নেয় বলে তিনি অভিযোগ করেছেন।এই ব্যাপারে দমদমের প্রাক্তন পুরপ্রধান এবং তৃণমূল নেতা কল্যান করকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো কথা বলেন নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদমদম পুরসভার পুরপ্রধান সুবোধ চক্রবর্তী এই বিষয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলার পর থেকে বিজেপি ও একশ্রেণীর ব্যবসায়ীরা এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, নেতা কর্মীদের বিরুদ্ধে।তারা তৃণমূলের জনপ্রতিনিধিদের বদনাম করার জন্য এই ধরনের কথা বলছেন।ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদেরও একাধিক অভিযোগ রয়েছে।তবে আইন আইনের পথেই চলবে।