টলিটাউনে এই মুহূর্তে চলছে বিয়ের সিজন। একের পর এক তারকারা বসছেন বিয়ের পিঁড়িতে। এছাড়াও ‘অ্যাড অন’ হিসাবে রয়েছে মাতৃত্ব। একের পর এর সেলেবের কাছ থেকে আসছে মাতৃত্বের সুখবর। এবার মা হলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা (Debchandrima)। কিছুদিন আগেই অফ হোয়াইট শাড়িতে নিজের মাতৃত্বকালীন সৌন্দর্যের ছবি তুলে দেবচন্দ্রিমা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর অনুরাগীরা তাঁকে মাতৃত্বের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার সন্তানের জন্ম হতেই দেবচন্দ্রিমা নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করলেন তার ছবি।
তবে প্রকৃতপক্ষে মা হয়েছেন কিন্তু চারু, দেবচন্দ্রিমা নন। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘সাঁঝবাতি’-র ‘চারু’ চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা। ‘চারু’র ভূমিকায় অভিনয়ের জন্য দেবচন্দ্রিমা প্রশংসিত হয়েছেন নেটিজেনদের কাছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপাতত চারুর জীবনেই এসেছে মাতৃত্ব। তবে ‘সাঁঝবাতি’ সিরিয়ালে এখনও চারুর মা হওয়ার পর্ব দেখানো হয়নি। তবে দেবচন্দ্রিমা নিজের কোলে একটি পুতুল নিয়ে চারুর মা হওয়ার রহস্য ফাঁস করে দিয়েছেন।