আজ ৭ই ফেব্রুয়ারী (২২ শে ফাল্গুন) রবিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনার মেয়েদের প্রতি বেশি বেশি আশক্ত থাকতে পারে। সাবধানে থাকুন। নিজের স্ত্রীকে বেশি করে সময় দিন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন। নিজের প্রতি যত্নশীল হন। অযথা বেশি চিন্তা করবেন না। প্রতিদিন সকালে একবার করে হাঁটতে বেরোবেন।
মিথুনঃ আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।
কর্কটঃ আজ আপনার ব্যবসায়ে কোনো কারণে বিপুল বাধা আসতে পারে। মন দিয়ে কাজ করুন। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস না করে বিচক্ষণ হন।
সিংহঃ আজ আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে পেটের সমস্যায় ভুগতে পারেন। নিজের প্রতি যত্নশীল হন। তেল মশলার খাবার বর্জন করুন।
কন্যাঃ আজ আপনি কোনো বিষয়ে খুব আতঙ্কিত থাকতে পারেন। সাবধানে কাজ করুন। ভয় না পেয়ে বড়োদের সাথে কথা বলে হাল্কা হন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
তুলাঃ আজ আপনার দিনটি ভালো-খারাপ সব মিলিয়ে কাটবে। মন্দ অভিজ্ঞতার শিকার হলে ভেঙ্গে পড়বেন না। মনে সাহস রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।
বৃশ্চিকঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে।
ধনুঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। ফেলে না রেখে ভালো জায়গায় চিকিৎসা করান। ঠিক করে পথ্য নিন।
মকরঃ আজ আপনার কোনো বন্ধুর সাথে সংঘর্ষে আহত হতে পারেন। মাথা ঠান্ডা রেখে ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সংঘর্ষে কোনো বড় ক্ষতি হতে পারে। দিনটি খুব একটা ভালো যাবেনা।
কুম্ভঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। আর্থিক উন্নতি হতে পারে।
মীনঃ আজ আপনি বেশ অস্থিরতায় ভুগতে পারেন। কোনো কারণে আজ চঞ্চলতা বেড়ে যাবে। মাথা ঠান্ডা ও মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।