Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিবারে আসছে নতুন সদস্য, প্রকাশ্যে আসল হেজেলের বেবি বাম্প ছবি

সম্প্রতি বাবা হয়েছেন বিরাট কোহলি। এর আগে তালিকায় ছিলেন হার্দিক পান্ডিয়া। আর এবারে হয়ত পালা ৬ বলে ৬টি ছক্কা হাঁকানো যুবরাজ সিং এর। অন্তত যুবরাজের স্ত্রী হেজেল কিচের নতুন ছবি…

Avatar

সম্প্রতি বাবা হয়েছেন বিরাট কোহলি। এর আগে তালিকায় ছিলেন হার্দিক পান্ডিয়া। আর এবারে হয়ত পালা ৬ বলে ৬টি ছক্কা হাঁকানো যুবরাজ সিং এর। অন্তত যুবরাজের স্ত্রী হেজেল কিচের নতুন ছবি দেখে কিছুটা এরকমই মনে হচ্ছে। ২০১৬ সালে বিয়ে, তারপর থেকে বেশ সুখেই আছেন এই সেলিব্রিটি কাপল। আর এবারে তাদের সুখের সংসারে আসতে চলেছে আরো এক সদস্য। সম্প্রতি হ্যাজেলের বার্থডে সেলিব্রেশনের সময় একটি ছবি প্রকাশ্যে এসেছিল। যেই ছবিতে আমরা হেজেল এর বেবি বাম্প এর কিছুটা ছোয়া দেখতে পেয়েছিলাম।

এই সেলিব্রেশনে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারের সকলে উপস্থিত ছিলেন। যেখানে হয়েছিল একটি ঘরোয়া পার্টি। সেই পাটির ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন যুবরাজ সিং নিজে। হেজেল এই ভিডিওতে কেক কাটছেন সেই ভিডিওটি দেখে মনে হচ্ছে হেজেল সত্যি গর্ভবতী। ওই ভিডিওতে তিনি পড়েছিলেন একটি ফ্লোরাল প্রিন্টের ড্রেস। ফ্লোরাল ড্রেস দেখে অনেকে আবার অনুষ্কা শর্মার পলকা ডট এর ড্রেসের সঙ্গে তুলনা করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা একসাথে একটি বিশেষ ড্রেস পরে ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। ওই ছবিতে অনুষ্কার পরনে ছিল পলকা ডট এর একটি ড্রেস। এই ড্রেস পরে ছবি দেওয়ার দিন কয়েকের মাথায় অনুষ্কা এবং বিরাট একসাথে অনুষ্কার গর্ভবতী হওয়ার কথা ঘোষণা করেন। এবার একটি ফ্লোরাল ড্রেস পরে ছবি ইনস্টাগ্রামের শেয়ার করার পরে যুবরাজের অনুগামীদের ধারণা, এবারে দুজন তাদের মধ্যে অন্য একজন অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

তবে, আপনাদের জানিয়ে রাখি হেজেল কিচ কিন্তু জানিয়েছিলেন ২০১৯ সালে তার নাকে একটি অপারেশন করতে হয়েছিল। ওই অপারেশনের পর তাকে কিছুটা ওয়েট পুট অন করতে হয়। এই জন্য তাকে কিছুটা ভারী লাগছে বলেও অনেকের মতামত। তবে আবার অনেকের কাছে এটা বেবি বাম্প। এখনো যুবরাজ এবং হেজেল কেউ তাদের প্রেগন্যান্সি এর ব্যাপারে কিছু জানাননি। তবে যাই হোক না কেনো, হেজেল এর জন্মদিনের ছবি বর্তমানে সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে।

About Author