একুশে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে বিজেপি তাকিয়ে আছে তাদের আগামী রবিবার ব্রিগেড সমাবেশের দিকে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সে ব্রিগেড সমাবেশে এবার উপস্থিত থাকার খবর পাওয়া গেল টলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর। প্রথমে বঙ্গ রাজনীতিতে জল্পনা উঠেছিল যে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গুলি হয়ত ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সেই তথ্য ভুল।
অন্যদিকে প্রায় প্রতি নিয়ত টলিউডে রং লাগছে রাজনীতির। একের পর এক তারকা অভিনেতা অভিনেত্রী বিভিন্ন দলে গিয়ে যোগদান করছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল মিঠুন চক্রবর্তী হয়তো গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন। এবার তিনি সরাসরি জানিয়েছেন যে মোদীর ব্রিগেড সমাবেশে তিনি উপস্থিত হবেন। ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়ে তিনি যে নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপিতে যোগদান করবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমিঠুন চক্রবর্তী যে বিজেপিতে যোগদান করতে পারে এই জল্পনা শুরু হয়েছিল বেশ অনেকদিন আগে থাকতেই। চলতি বছরের সরস্বতী পুজোর দিন আরএসএস প্রধান মোহন ভাগবত অভিনেতা মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা দীর্ঘক্ষন একান্ত বৈঠক করেন। তখনই জল্পনা উঠেছিল এবার হয়তো বিজেপিতে মিঠুন চক্রবর্তী। কিন্তু তখন তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, “তাদের এই বৈঠক কোন রাজনৈতিক বৈঠক না বরং মনের শান্তির জন্য আধ্যাত্মিক আলোচনা করেছে তারা।” তবে এরপর কলকাতা ময়দানে ব্রিগেড সমাবেশে মিঠুন চক্রবর্তী যোগদান করলে তার গেরুয়া শিবিরে যোগদান করা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র।