Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবারের ভোট লড়বেন না দিলীপ ঘোষ, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তাহলে কে?

পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিস্থিতিতে এবারে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে বিজেপির মুখ্যমন্ত্রী পদ প্রার্থীর মুখ। দিন কয়েক আগে জানা গিয়েছিল, বিজেপি তরফে মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিলীপ ঘোষ। কিন্তু এদিন রাজ্য কমিটির…

Avatar

By

পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিস্থিতিতে এবারে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে বিজেপির মুখ্যমন্ত্রী পদ প্রার্থীর মুখ। দিন কয়েক আগে জানা গিয়েছিল, বিজেপি তরফে মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিলীপ ঘোষ। কিন্তু এদিন রাজ্য কমিটির বৈঠকের পর দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে ওই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন “আমাকে প্রার্থী হতে বলেনি দল। আমাদের প্রার্থী তালিকা খুব শীঘ্রই ঘোষণা করা হবে। ভয় পেয়েছে তৃণমূল। এই কারণে তারা প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছে না।” 0কিছুদিন আগে থেকে খড়গপুর আসনে দিলীপ ঘোষের প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা উঠে এসেছিল। এদিন সেই সম্ভাবনা কার্যত উড়িয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

BJP গোপন সূত্রের খবর,ইতিমধ্যেই রাজ্যের প্রথম দুই দফা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি। প্রার্থী হতে চলেছেন শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। এবারের নির্বাচনে নন্দীগ্রাম আসন একটি বড় ফ্যাক্টর হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নির্বাচনে লড়বেন নন্দীগ্রাম থেকে। তার উল্টো দিকে বিজেপির তরফ থেকে দাঁড় করানো হতে পারে শুভেন্দু অধিকারী কে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রাচী তালিকা চূড়ান্ত করার জন্য বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয় সহ আরো অনেকে। বৈঠক শেষে তারা সম্প্রতি বিশেষ বিমানে করে কলকাতা ফিরে এসেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, যখন তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন তারা একটি খসড়া প্রার্থী তালিকা তৈরি করে নিয়ে গিয়েছিলেন। সংবাদমাধ্যমে প্রশ্ন দিলীপ ঘোষ উত্তর দিয়েছেন, একাধিক প্রার্থীর নাম একটি আসনের জন্য দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারীর নাম এবং তাকে নির্বাচনে দাঁড় করানো হতে পারে নন্দীগ্রাম আসন থেকে।

বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বললেন, ‘নন্দীগ্রাম থেকে আমাকে প্রার্থী করা হবে কিনা তা আর কয়েক দিনের মধ্যে দেখতে পাবেন। গোটা বিষয়টা দল ঠিক করবে। যদি আমি না দাঁড়াই, অন্য কেউ দাঁড়ায় তা হলেও আমি মমতা বন্দ্যোপাধ্যায় কে ৫০,০০০ এর বেশি ভোটে হারাবো।” উল্লেখ্য, আজকেই বিজেপির প্রথম দুই দফার সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করার কথা। অন্যদিকে আবার আজকেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বাংলার রাজনৈতিক আকাশে এই শুক্রবার হতে চলেছে একেবারে হাইভোল্টেজ শুক্রবার।

About Author