Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাইভোল্টেজ ফ্রাইডে, আজ প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি, তৃণমূল এবং মহাজোট

বাংলার রাজনৈতিক আকাশে আজকেই হতে চলেছে কুরুক্ষেত্রের সূচনা। আজকে একই দিনে প্রার্থী তালিকা ঘোষণা করবে এবারের নির্বাচনে সবথেকে শক্তিশালী দুই পক্ষ তৃণমূল এবং বিজেপি। পাশাপাশি আজকেই প্রার্থী ঘোষণা করবে বাম…

Avatar

By

বাংলার রাজনৈতিক আকাশে আজকেই হতে চলেছে কুরুক্ষেত্রের সূচনা। আজকে একই দিনে প্রার্থী তালিকা ঘোষণা করবে এবারের নির্বাচনে সবথেকে শক্তিশালী দুই পক্ষ তৃণমূল এবং বিজেপি। পাশাপাশি আজকেই প্রার্থী ঘোষণা করবে বাম কংগ্রেস এবং আই এস এফ এর জোট। শুক্রবার তাই হতে চলেছে একেবারে হাইভোল্টেজ ফ্রাইডে। তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করবে আজ।

মমতা বন্দ্যোপাধ্যায় কালিঘাট থেকে এই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন। কোন কোন তারকা এই প্রার্থী তালিকায় থাকতে চলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোন আসন থেকে দাঁড়াবেন, ২৯৪ আসনের জন্য তৃণমূল কোন কোন প্রার্থীকে নির্বাচিত করল সবকিছু গোছানো হয়ে যাবে নির্বাচন কমিটির বৈঠকের পর। অন্যদিকে, বাংলার প্রার্থী তালিকা নির্বাচন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়ে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজেপি সূত্রের খবর, সম্ভাব্য প্রার্থী তালিকা শোভন চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, মিনা দেবী পুরোহিত রয়েছেন। নন্দীগ্রামে দাঁড়াতে চলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নিজের কেন্দ্র ডোমজুরে শুধুমাত্র জার্সি বদল করবেন হেভিওয়েট নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রার্থী হতে চলেছেন বাবুল সুপ্রিয়। বিধান নগরে প্রার্থী হবেন সব্যসাচী। প্রার্থী হতে চলেছেন রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু এবং রাহুল সিনহা। আবার মাদারিহাট এ প্রার্থী হতে চলেছেন মনোজ টিজ্ঞা।

অন্যদিকে বেহালা পূর্বে প্রার্থী হতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর বেহালা পশ্চিম এর সম্ভাব্য প্রার্থী শোভন চট্টোপাধ্যায়। আপাতত ভারতীয় জনতা পার্টি তাদের প্রথম দুই দফার অর্থাৎ ৬০ আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করবেন। তার সাথেই বাম কংগ্রেস এবং আব্বাসের জোট প্রার্থী তালিকা ঘোষণা করবে। তারাও প্রথম দুই দফার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, এই জোটে আইএসএফ পেতে চলেছে ৩৭টি আসন।

About Author