টলিটাউনে আসছে একের পর এক সুখবর। কোনও তারকা বসছেন বিয়ের পিঁড়িতে, কেউ মা হতে চলেছেন, কেউ বা নবজাতকের ছবি শেয়ার করছেন নেটদুনিয়ায়। এবার সেই তালিকাভুক্ত হলেন অভিনেত্রী সোনালি চৌধুরী (Sonali chowdhury)। আপাতত এই কারণেই কিছুদিনের কর্মবিরতি নিয়েছেন সোনালি। এই মুহূর্তে কোনও ডায়েট মানছেন না তিনি। আগে সোনালি মিষ্টি খেতে চাইতেন না। কিন্তু এখন তাঁকে সবরকম খাবার খেতে হচ্ছে। কারণ এই মুহূর্তে তাঁর মধ্যে ধীরে ধীরে বেড়ে উঠছে আরেকটি প্রাণ।
ইতিমধ্যেই সংবাদমাধ্যমে সোনালি জানিয়েছেন সুখবর আসার কথা। তিনি জানান গত বছর পুজোর সময় তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসে। সেই সময় তিনি ‘ব্লুজ’-এর একটি সিরিয়ালে কাজ করছিলেন তিনি। সেই সময় সোনালি ম্যাটারনিটি লিভ নিয়ে কথা বলে রেখেছিলেন ‘ব্লুজ’-এর কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী (snehashish chakraborty)-র সঙ্গে। সেই মতো এই মুহূর্তে ছুটিতে রয়েছেন অভিনেত্রী। গত বছরেই সমস্ত প্রজেক্টের কাজ যথাসম্ভব শেষ করেছেন সোনালি। কারণ নবজাতক বা নবজাতিকার জন্মের পর তার সঙ্গে বেশ কিছুদিন সময় কাটিয়ে অভিনয়ে ফিরবেন সোনালি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসোনালি বহু সিরিয়াল ও টেলিফিল্মের পরিচিত মুখ। ‘রাজা-গজা’, ‘জলনুপূর’, ‘অগ্নিপরীক্ষা’, ‘সাত ভাই চম্পা’র মত সিরিয়ালে অভিনয় করেছেন সোনালি। কয়েকটি বাংলা ফিল্মে ছোট চরিত্রে কাজ করলেও মূলতঃ ছোট পর্দাই সোনালির বেশি পছন্দের। তবে সবকিছু আপাতত দূরে সরিয়ে রেখে হবু মা সোনালি ও তাঁর স্বামী রজত (Rajat) অপেক্ষা করছেন তাঁদের আগামী প্রজন্মের।