Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গেরুয়া বিকিনিতে নব্বইয়ের নস্টালজিয়া চান্দ্রেয়ী, নতুনদের টেক্কা দিতে তৈরি ‘কিরনমালা’র কটকটি

চান্দ্রেয়ী ঘোষ (chandreyee ghosh) মানেই মনে পড়ে যায় অপর্ণা সেন (Aparna sen) সম্পাদিত ‘সানন্দা' ম্যাগাজিনের পাতায় একটি শ‍্যামলা মেয়ের ছবি। তখন ‘সানন্দা তিলোত্তমা' ছিল কলকাতার অন্যতম বিউটি প‍্যাজেন্ট। প্রথমে ‘শারদসুন্দরী'…

Avatar

চান্দ্রেয়ী ঘোষ (chandreyee ghosh) মানেই মনে পড়ে যায় অপর্ণা সেন (Aparna sen) সম্পাদিত ‘সানন্দা’ ম্যাগাজিনের পাতায় একটি শ‍্যামলা মেয়ের ছবি। তখন ‘সানন্দা তিলোত্তমা’ ছিল কলকাতার অন্যতম বিউটি প‍্যাজেন্ট। প্রথমে ‘শারদসুন্দরী’ নামে আত্মপ্রকাশ করেছিল বিউটি প‍্যাজেন্টটি। সেই বছর ‘শারদসুন্দরী’ হয়েছিলেন বিপাশা বসু (Bipasha Basu)। এর পরেই ‘শারদসুন্দরী’-র নাম পাল্টে হয় ‘সানন্দা তিলোত্তমা’। সেইসময় চান্দ্রেয়ী পড়েন ক্লাস নাইনে। ক্লাস নাইনে পড়াকালীন নিজের দিদির উৎসাহে চান্দ্রেয়ী শুরু করেছিলেন মডেলিং। একসময় সানন্দার জন্য তাঁকে সিলেক্ট করেন ক্রিয়েটিভ ডিরেক্টর শর্মিলা বসুঠাকুর (sharmila Basuthakur)। একদিকে ‘সানন্দা’ যেমন ভেঙে দিচ্ছিল নারীর ফর্সা ত্বকের বাধ্যতামূলক কনসেপ্ট অপরদিকে ‘সানন্দা তিলোত্তমা’-র মুকুট উঠছিল কোয়েনা মিত্র (koena mitra), অর্পিতা পাল (Arpita pal)-দের মাথায়।

আঠারো বছ বয়স হতেই চান্দ্রেয়ী অংশ নেন ‘সানন্দা তিলোত্তমা’-য়। সবাইকে তাক লাগিয়ে আবারও শ‍্যামলী চান্দ্রেয়ীর মাথায় উঠল ‘সানন্দা তিলোত্তমা’-র মুকুট। ‘সানন্দা তিলোত্তমা’-র মাধ্যমে চান্দ্রেয়ীর যাত্রা শুরু হলেও পথ ছিল কন্টকাকীর্ণ। স্পষ্টবক্তা ও কমপ্রোমাইজ করতে না চাওয়া চান্দ্রেয়ী একদিকে যেমন বাদ পড়েছেন টলিউডের বহু প্রজেক্ট থেকে অপরদিকে যখনই পর্দায় এসেছেন, তখন শক্তিশালী অভিনয়ের মাধ্যমে মুহূর্তে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। 2004 সালে ‘মহুলবনীর সেরেং’-এ অত্যন্ত অ্যাডাল্ট দৃশ্যে অভিনয় করেছিলেন চান্দ্রেয়ী। বিভিন্ন সংবাদমাধ্যম তাঁকে ‘সাহসী অভিনেত্রী’-র আখ‍্যা দিয়েছিল। কিন্তু এরপর ফিল্ম না করলেও একের পর এক সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ‘কিরণমালার’ রাক্ষসী রানী কটকটি তো এখনও সর্বজনবিদিত। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এ অভিনয় করার পর সম্প্রতি মৈনাক ভৌমিক (mainak bhaumik) পরিচালিত ফিল্ম ‘চিনি’-র মাধ্যমে আবার বড় পর্দায় ফিরেছেন চান্দ্রেয়ী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

https://www.instagram.com/p/CLRjkN8gKNe/?igshid=170855v17pb23

যখন টলিউডের তারকারা ব্যস্ত রাজনীতিতে যোগ দিতে তখন চান্দ্রেয়ী নজর কাড়লেন গেরুয়া রঙের বিকিনি ও সারঙ এবং ট্রান্সপারেন্ট সানগ্লাসে। সম্প্রতি চান্দ্রেয়ীকে ‘চিল’ করতে দেখা গেল এই পোশাকে। তাঁর পায়ের দুর্বোধ্য ট‍্যাটু সকলের নজর কেড়েছে। পায়ের কাছে হেলায় ফেলে রেখেছেন বাহারী বিচ হ্যাট। প্রকৃতপক্ষে ‘সানন্দা’র পাতায় চান্দ্রেয়ী ছিলেন একমাত্র মডেল যিনি বিকিনি পরে অবলীলায় ক্যামেরাবন্দী হয়েছেন। শুধুমাত্র মডেল ও অভিনেত্রী নন, চান্দ্রেয়ী ইচ্ছুক টলিউডে পরিচালক হিসাবেও ডেবিউ করতে। ফিল্মমেকিং নিয়ে ক্র‍্যাশ কোর্স করার পর চান্দ্রেয়ী একটি শর্ট ফিল্ম তৈরী করেছিলেন। টলি তারকারা যখন পার্টি, বিয়ে, সন্তান নিয়ে ব্যস্ত তখন ‘সিঙ্গল অ্যান্ড নট রেডি টু মিঙ্গল’ ছিপছিপে, মেদহীন, টোনড ফিগারের চান্দ্রেয়ী দেখিয়ে দিলেন নিজেকে ভালোবেসে কিভাবে এভারগ্রিন থাকা যায়।

https://www.instagram.com/p/CL851OpgL2m/?igshid=17jjjd8kagrmt

About Author