Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চেহারায় আমূল পরিবর্তন, নিজের শারীরিক গঠন নিয়ে মুখ খুললেন শুভশ্রী

সম্প্রতি ইন্সটাগ্রামে একটি লাইভ করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly)। লাইভে এসে শুভশ্রী নিজের মাদারহুড ও উওম্যান'স ডে সেলিব্রেশনের কথা বললেন। শুভশ্রী জানালেন, 6ই মার্চ তিনি ও তাঁর দুই বন্ধু…

Avatar

সম্প্রতি ইন্সটাগ্রামে একটি লাইভ করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly)। লাইভে এসে শুভশ্রী নিজের মাদারহুড ও উওম্যান’স ডে সেলিব্রেশনের কথা বললেন। শুভশ্রী জানালেন, 6ই মার্চ তিনি ও তাঁর দুই বন্ধু মিলে মেয়েদের জন্য ও মায়েদের জন্য একটি অনলাইন ইভেন্টের আয়োজন করেছেন। শুভশ্রী সেই ইভেন্টের জন্য অনলাইনে স্লট বুক করে ইভেন্টে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন তাঁর মহিলা অনুরাগীদের উদ্দেশ্যে। শুভশ্রীও সেদিন লাইভে থেকে সবার সঙ্গে অনুষ্ঠানটি সেলিব্রেট করবেন বলে জানিয়েছেন। শুভশ্রী লাইভে থাকাকালীন তাঁর এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেন, শুভশ্রীর ওভারওয়েট নিয়ে যাঁরা ট্রোল করছেন, শুভশ্রী কেন তাঁদের যোগ্য জবাব দিচ্ছেন না! শুভশ্রী উত্তর দেন, যাঁরা শুভশ্রীর মোটা চেহারা নিয়ে ট্রোল করছেন, তাঁরা মাতৃত্বের আনন্দ জানেন না। তিনি বলেন, প্রকৃতপক্ষে এই ট্রোলগুলি তাঁকে রোগা হওয়ার জন্য মোটিভেট করে।

25 শে ফেব্রুয়ারি হয়ে গেল জনপ্রিয় অ্যাওয়ার্ড সেরেমনি ‘জি বাংলা সোনার সংসার 2021′-এ। মা শুভশ্রীর কোলে চড়ে ‘জি বাংলা সোনার সংসার’-এ হাজির হয়েছিল রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভান (yuvan Chakraborty)। এদিন শুভশ্রীর পরনে ছিল সোনালি রঙের লঙ আনারকলি এবং দোপাট্টা। ইউভানের পরনে ছিল ব্যাটম্যান আঁকা পোশাক। শুভশ্রী একরত্তি ইউভানকে কোলে নিয়ে ছবি তুলে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। শুভশ্রী ছবিটি শেয়ার করার সাথে সাথেই তা তুমুলভাবে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি 21 শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছিল ইউভানের অন্নপ্রাশন। একই দিনে ছিল রাজের জন্মদিন। রাজের হালিশহরের বাড়ি এদিন সেজেছিল কনের সাজে। শুভশ্রীর কোনো ভাই না থাকার কারণে ইউভানের দাদুকেই পালন করতে হল ইউভানকে ভাত খাওয়ানোর দায়িত্ব। হলুদ পাঞ্জাবি ও ছোট্ট ধুতি পরে দাদু দেবপ্রসাদ গাঙ্গুলী (Debaprashad ganguly)-এর হাত থেকে জীবনের প্রথম পায়েসের স্বাদ পেল খুদে ইউভান। তবে ইউভানের থালা সাজিয়ে দেওয়া হয়েছিল চুড়ো করা ভাত, ঘি, সাত রকমের ভাজা, চিঙড়ি মাছের মালাইকারি, মিষ্টি, পায়েস, দই। কিন্তু অতীব চঞ্চল ‘রাজপুত্র’ পায়েস মুখে দিয়েই কোল থেকে নামার চেষ্টা করতে থাকে। ফলে বোঝাই যাচ্ছে, এখন থেকেই সে অনুভব করছে ভাত খাওয়ার হ্যাপা। পাশে বসে ছিলেন ইউভানের আদরের ‘ঠাম্মি’ লীলা চক্রবর্তী (leela chakraborty)-ও। ছোট্ট ইউভান উপভোগ করেছে শাঁখের আওয়াজ, উলুধ্বনি। এত লোকজন দেখেও মোটে ঘাবড়ায়নি ‘রাজপুত্র’।

পায়েস খাওয়ানোর আগে রীতি মেনে ইউভানের সামনে কাঁসার থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল গীতা, টাকা ও কলম। অবুঝ ইউভান রঙিন টাকার প্রতি আকৃষ্ট হয়ে তা নিজের হাতে তুলে নেয়। শুভশ্রী সেই ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। এছাড়াও ইউভানের অন্নপ্রাশনের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেই ভিডিওতে দাদুর কোল থেকে ইউভানের নামার চেষ্টা করার দৃশ্যও ধরা পড়েছে।

About Author