আজ ৩ই মার্চ (১৮ই ফাল্গুন) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। দীর্ঘদিন অসুস্থ থাকলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। স্বল্প খরচে চিকিৎসায় বিভ্রাট দেখা দিতে পারে। দেখে শুনে কাজ করুন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনি হৃদরোগে কষ্ট পেতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। তেল মশলাযুক্ত খাবার কম খান। প্রতিদিন একবার করে হাঁটতে বেরোন।
মিথুনঃ আজ আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। উপার্জন বাড়তে পারে। সংসারে টাকা পয়সা আসবে। মন দিয়ে কাজ করুন। সুখে শান্তিতে দিন কাটবে।
কর্কটঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আজ আপনার জন্য শোক সংবাদ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। সহজে ভেঙে পড়বেননা।
সিংহঃ আজ আপনার বাড়িতে আত্মীয়ের সমাগম ঘটতে পারে। আত্মীয়দের সাথে কোনো কারণে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধান করুন।
কন্যাঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। বাড়িতে টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। সংসারে অভাব অনটন আসতে পারে। দেখে শুনে কাজ করুন।
তুলাঃ আজ আপনি কোনো কঠিন রোগে ভুগতে পারেন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। ঠিক মতো ওষুধ পত্র ঠিক করে খান। প্রতিদিন নিয়ম করে হাঁটুন।
বৃশ্চিকঃ আজ আপনি নীচ ও কপট মানুষের সংস্পর্শে ছলচাতুরির শিকার হতে পারেন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। সহজে কাউকে বিশ্বাস করবেননা।
ধনুঃ আজ আপনার কোনো বড় ক্ষতির সম্ভাবনা আছে। দেখে শুনে কাজ কর্ম করুন। বিপদে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
মকরঃ আজ আপনার স্ত্রী কঠিন কোনো রোগে ভুগতে পারেন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। স্ত্রীর চিকিৎসাতে বেশ খরচ হতে পারে। দিনটি খুব একটা ভালো যাবেনা।
কুম্ভঃ আজ আপনি কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন। সহজে ভেঙে পড়বেননা। মাথা ঠান্ডা রেখে সব সমস্যার সমাধান করার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
মীনঃ আজ আপনার জন্য দিনটি খুব সুখকর। ব্যবসার কাজে বেশ নাম ডাক হবে। অফিসের কাজে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ করুন।