নির্বাচন কমিশন ইতিমধ্যে বাংলা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। বাংলায় মোট ৮ দফায় নির্বাচন সম্পন্ন হবে। এবার রাজ্যের রাজনৈতিক দলগুলির তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করার পালা। গতকাল থেকে বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছে যে এবার তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করে দেবে। কিন্তু এখনো অব্দি তা হয়নি। তবে শেষ মুহূর্তে যদি আর না কোন পরিবর্তন করা হয়, তাহলে আগামীকাল অর্থাৎ বুধবার ঘাসফুল শিবির তাদের প্রথম প্রার্থীর তালিকা ঘোষণা করে দেবে বলে মনে করা হচ্ছে। পরবর্তীতে দ্বিতীয় তালিকা প্রকাশ হতে পারে আগামী শুক্রবার।
ঠিক অন্যান্য বছরের মতো তৃণমূল কংগ্রেস এবার একবারে তাদের সমস্ত প্রার্থীর নাম প্রকাশ করছে না। কারণ চলতি বছরের নির্বাচন অনেকটাই গুরুত্বপূর্ণ ও অন্যরকম ঘাসফুল শিবিরের জন্য। এবার দলবদল রোগে জর্জরিত শাসকশিবির। একাধিক দলীয় নেতা দলের বিরুদ্ধে গলায় সুর তুলেছেন। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে। অন্যদিকে এবার রক্ষণশীল ভাবে তৃণমূলকে তাদের প্রার্থী ঘোষণা করতে হবে। এক ধাক্কায় সব প্রার্থীর নাম ঘোষণা করে দিলে দলের মধ্যে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর নির্বাচন প্রাক্কালে দলের মধ্যে আবার ভাঙ্গন ধরলে তা ঠেকানো প্রায় অসম্ভব সেটা ভালোভাবে জানেন মুখ্যমন্ত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবারে বাংলায় প্রথম দফার ভোটের জন্য আজ অর্থাৎ মঙ্গলবার নোটিফিকেশন জারি হবে। সেই অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার থেকে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। প্রথম দফার ভোটে ৩০ বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। সেই অনুযায়ী আগামী ৯ মার্চের মধ্যে মনোনয়নপত্র পেশের কর্মসূচি চলবে। তৃণমূল কংগ্রেসের হাতে প্রথম দফার ভোটে প্রার্থী তালিকা করে মনোনয়নপত্র পেশ করার জন্য সময় আছে মাত্র আর ৭ দিন। অন্যদিকে দ্বিতীয় দফার ভোটে আরো ৩০ আসনে নির্বাচন হবে। সেই নির্বাচনে মনোনয়নপত্র দেওয়ার সময় শুরু হবে ৫ মার্চ শুক্রবার থেকে এবং শেষ হবে ১২ মার্চ।