সাম্প্রতিক একটি বাইরের ভিডিওতে দেখা যায় প্রত্যন্ত গ্রামের একটি দরিদ্র পরিবারের তরুণী বলিউড হিন্দি গান “ছাম ছাম” এটির সাথে অসাধারণ নৃত্য পরিবেশন করে। তার নাচের স্টেপ অঙ্গভঙ্গি অবিকল সিনেমার শ্রদ্ধা কাপুরের মত। কি অসাধারণ তার প্রতিভা। টুইটারে তার ভিডিও পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এই ভিডিওটি পছন্দ করেন এবং তার অপূর্ব প্রতিভার প্রশংসা করে।Video_ kalakars (Fb) pic.twitter.com/STaHdj2see
— Aaj Sakal (@AajSakal) December 8, 2020
অবিকল শ্রদ্ধা কাপুরের মত হিন্দি গানে নাচল গ্রামের এক মেয়ে, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
নিত্যদিন আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত…

By

আরও পড়ুন