নিত্যদিন আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে।
নিত্যদিন আমরা কিছু না কিছু নতুন ঘটনার সাক্ষী ঘরে বসেই।এই সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ঘটনার সাথে সাথে আমরা সাধারন মানুষের এমন অনেকই সুপ্ত প্রতিভার সন্ধান পাচ্ছি যা তার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে।এখনকার বাস্তব জীবনে যে ব্যস্ততা এবং নিজেকে শীর্ষে পৌঁছানোর জন্যে যে প্রতিযোগিতা তার জন্য নিয়ত লড়াই করে চলেছি আমরা সকলেই, এই ব্যস্ততা থেকেই নিজের মনকে কিছুটা মুক্ত করার জন্য আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হই। বিভিন্ন ঘটনার সাথে সাথে নানা রকম মানুষের নানারকম প্রতিভা নাচ-গান আঁকা ইত্যাদি সব রকমের প্রতিভার ই ঝালক আমরা দেখতে পাই।এই লকডাউন এ সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের ঝোঁক আরো বেশি করে বেড়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজদের সময় কাটিয়েছেন এই সোশ্যাল মিডিয়াতেই। ভাইরাল হয়ছে প্রচুর ভিডিও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowVideo_ kalakars (Fb) pic.twitter.com/STaHdj2see
— Aaj Sakal (@AajSakal) December 8, 2020
সাম্প্রতিক একটি বাইরের ভিডিওতে দেখা যায় প্রত্যন্ত গ্রামের একটি দরিদ্র পরিবারের তরুণী বলিউড হিন্দি গান “ছাম ছাম” এটির সাথে অসাধারণ নৃত্য পরিবেশন করে। তার নাচের স্টেপ অঙ্গভঙ্গি অবিকল সিনেমার শ্রদ্ধা কাপুরের মত। কি অসাধারণ তার প্রতিভা। টুইটারে তার ভিডিও পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এই ভিডিওটি পছন্দ করেন এবং তার অপূর্ব প্রতিভার প্রশংসা করে।