Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২ টাকা দাম বাড়লে সমস্যা হচ্ছে শুধু বাংলায়, অন্য কোথাও হচ্ছে না, বিতর্কিত মন্তব্য দিলীপের

সকালে সওয়ারি আর তারপর বিকেলে নিজে চালিয়ে বাড়ির দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর এহেন কর্মসূচিকে ঘিরে আজকে সারাদিন চর্চিত রইলো নেট মাধ্যম এবং বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রী স্কুটার চালাচ্ছেন,…

Avatar

সকালে সওয়ারি আর তারপর বিকেলে নিজে চালিয়ে বাড়ির দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর এহেন কর্মসূচিকে ঘিরে আজকে সারাদিন চর্চিত রইলো নেট মাধ্যম এবং বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রী স্কুটার চালাচ্ছেন, এটা দেখার জন্য রাস্তার দুই ধারে জমে গেলো ঢালাও লোক। তবে মমতার এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়লেননা বিজেপি নেতারা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাল্টা দিলেন, “সরকার আর স্কুটার দুটোই চালাতে পারেন না মুখ্যমন্ত্রী। দেখা যাচ্ছে, লোক ধরে ধরে নিয়ে আসছে।” যদিও ফেরার পথেও মুখ্যমন্ত্রী অনেকটাই এই স্কুটার এর স্টিয়ারিং ধরিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) এর হাতেই।

দিলীপ ঘোষের বক্তব্য, “রাজ্য কেনো একটাকা সেস কমালো? ঝাড়খণ্ড তো একেবারেই ভ্যাট এর টাকা কমিয়ে দিয়ে দাম একেবারে কমিয়ে ফেলেছে। তাহলে মুখ্যমন্ত্রী কেনো এরকম করছেন না? বিশ্ববাজারে দাম বাড়ছে বলেই এই তেলের এবং গ্যাসের দাম বাড়ছে। এতে কেন্দ্রের কিছু করার নেই। সবটা তো আর কেন্দ্রের হাতে থাকেনা। দাম বেড়েছে, আবার কমেও যাবে। ততদিন একটু সমস্যা হচ্ছে। আলুর দাম যখন বাড়ছিল, তখন কেনো প্রতিবাদ হলো না? তখন কেনো কিছু আওয়াজ তোলা হলো না?” যদিও এই দাম বাড়ার ঘটনাকে দিলীপ ঘোষ বেশ শঙ্কার বিষয় বলেই উল্লেখ করেছেন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর তারপরই দিলীপ ঘোষ একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন। তিনি বললেন, “মাত্র ২ টাকা দাম বেড়েছে বলে কিন্তু কোথাও সমস্যা হচ্ছে না, শুধু হচ্ছে বাংলায়।” তার এই মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Choudhury)। তিনি বলেছেন, নেপাল, শ্রীলঙ্কার মত দেশে অনেকটাই কম জ্বালানির দাম। কিন্তু রামের রাজ্যে এই দাম ১০০ টাকা। পাশাপাশি, মমতার স্কুটার চালিয়ে প্রতিবাদ কে কটাক্ষ করে অধীর বলেছেন, তিনি নাটক করছেন। উল্লেখ্য, শুধু পেট্রোল ডিজেল না, রান্নাঘরেও আগুন ধরিয়ে দিয়েছেন মোদী। বর্তমানে একটি রান্নার গ্যাসের দাম ৮০০ টাকা ছাড়িয়ে যেতে চলেছে। এই অবস্থাতে, রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা করতে হবে বলেই প্রতিবাদে রাস্তায় ইলেকট্রিক স্কুটার নিয়ে নেমে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

About Author