Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সমালোচনার জবাব দিলেন পৃথ্বী, গড়লেন বিজয় হাজারের ইতিহাসের সর্বাধিক রানের রেকর্ড

সমালোচনার জবাব দিলেন পৃথ্বী, গড়লেন বিজয় হাজারের (Vijay Hajare) ইতিহাসের সর্বাধিক রানের রেকর্ড। ওয়েস্ট ইন্দিজের (West Indies) বিরুদ্ধে অভিষেকে শতরান করে বিশ্ব ক্রিকেটে রাজকীয় অভিষেক ঘটে তাঁর। ভবিষ্যতের শচিনও বলা…

Avatar

সমালোচনার জবাব দিলেন পৃথ্বী, গড়লেন বিজয় হাজারের (Vijay Hajare) ইতিহাসের সর্বাধিক রানের রেকর্ড। ওয়েস্ট ইন্দিজের (West Indies) বিরুদ্ধে অভিষেকে শতরান করে বিশ্ব ক্রিকেটে রাজকীয় অভিষেক ঘটে তাঁর। ভবিষ্যতের শচিনও বলা হচ্ছিল তাঁকে। কিন্তু তারপরেই আস্তে আস্তে ফর্ম হারাতে থাকে ভারতীয় দলের ওপেনার পৃথ্বী শ (Prithwi Shaw)। আইপিএলে (IPL) জঘন্য পারফরম্যান্সের জেরে দল থেকে বাদ পরে যান। অস্ট্রেলিয়া (Australia) সফরে প্রথম টেস্টে (Test) সুযোগ পেলেও শূন্য ও চার রান করেন। শুধু তাই নয়, দুই ইনিংসে জঘন্যভাবে বোল্ড হন তিনি। তারপরেই সমালোচনার শিকার হন পৃথ্বী।

তীব্র সমালোচনায় জর্জরিত হতে থাকেন তিনি। আর সেই সমালোচনার জবাব নিজের ব্যাটেই দিলেন পৃথ্বী। তবে জবাব শুধু রান করে দেননি দিয়েছেন ইতিহাস গড়ে। মাত্র ১৫২ বলে অপরাজিত ২২৭ রান। বিজয় হজারে ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন পৃথ্বী শ। ভাঙলেন সঞ্জু স্যামসনের অপরাজিত ২১২ রানের রেকর্ড। একদিনের ক্রিকেটে এটিই পৃথ্বীর প্রথম দ্বিশতরান। পুদুচেরির বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে এই ইনিংস খেলেন তিনি। ২০০ রানে পৌঁছন ১৪২ বলে। পৃথ্বীর ইনিংসে ৩২টি চার, ৫টি ছয় রয়েছে। বিজয় হজারে ট্রফিতে এটি চতুর্থ দ্বিশতরান। ঘরোয়া ও আন্তর্জাতিক একদিনের ম্যাচ মিলিয়ে অষ্টম ভারতীয় হিসেবে দ্বিশতরান করলেন পৃথ্বী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস আলি ব্রাউনের ২৬৮। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারের হয়ে ২০০২ সালে গ্ল্যামারগনের বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন ইংরেজ ব্যাটসম্যান। তবে অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে এটিই সর্বোচ্চ রানের ইনিংস। এই ম্যাচেই প্রথম মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন পৃথ্বী। এবারের প্রতিযোগিতায় এটি পৃথ্বীর দ্বিতীয় শতরান। এর আগে দিল্লির বিরুদ্ধে অপরাজিত ১০৫ রান করেছিলেন তিনি।

পৃথ্বীর ইনিংসে ভর করে মুম্বই ৫০ ওভারে ৪ উইকেটে ৪৫৭ রানের বিশাল রান খাড়া করে। জবাবে পুদুচেরি ৩৮.১ ওভারে ২২৪ রানে শেষ হয়ে যায়। টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় পুদুচেরি। সেটাই তাদের কাছে বুমেরাং হয়ে যায়। পৃথ্বী এবং সূর্যকুমার যাদব শেষ করে দেন পুদুচেরির বোলিং আক্রমণকে। সূর্য ৫৮ বলে ১৩৩ রান করেন। তাঁর ইনিংসে ২২টি চার, ৪টি ছয় রয়েছে। তৃতীয় উইকেটে দুজনে ২০১ রান যোগ করেন। এর আগে আদিত্য তারেকে নিয়ে পৃথ্বী দ্বিতীয় উইকেটে ১৫৩ রান যোগ করেন।

লতারে ৬৪ বলে ৫৬ রান করেন। রান তাড়া করতে নেমে পুদুচেরি নিয়মিত উইকেট হারাতে থাকে। কখনোই মনে হয়নি তারা জিততে পারে। মুম্বইয়ের হয়ে প্রশান্ত সোলাঙ্কি ৫ উইকেট নেন। এছাড়া শার্দূল ঠাকুর ও তুষার দেশপাণ্ডে ২টি করে উইকেট নেন।

About Author