আজ ২৩শে ফেব্রুয়ারী (১০ই ফাল্গুন) মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনি কাছের মানুষের উপকার করতে পারেন। কাজের জন্য প্রশংসা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনি কোনো মামলায় হেরে যেতে পারেন। ভেঙে পড়বেননা। মন শক্ত রেখে কাজ করুন। নতুন করে শুরু করুন।
মিথুনঃ আজ আপনার জন্য দিনটি বেশ শুভ। চাকরি বা কাজের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। মন দিয়ে বিদেশে কাজ করুন। কাজের জন্য বিদেশে সাফল্য পেতে পারেন।
কর্কটঃ আজ আপনি কোনো অসৎসঙ্গে মিশে আয় করতে পারে। সেই উপার্জনে লাভ হলেও ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে। অসৎ সঙ্গ এড়িয়ে চলুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
সিংহঃ আজ আপনার অফিসের কোনো কাজে বাধা আসতে পারে। ব্যবসার কাজেও বিঘ্ন ঘটতে পারে। মন দিয়ে কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা
কন্যাঃ আজ আপনার সন্তান নানান ভাবে শারীরিক কষ্টে ভুগতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিৎসা করান। সন্তানের প্রতি যত্নশীল হবেন। ভেঙে পড়বেননা।
তুলাঃ আজ আপনি অহেতুক খরচ করবেন না। আজ ধননাশ হওয়ার প্রবল সম্ভাবনা কাজেই লটারি, বাজি, জুয়াখেলা থেকে বিরত থাকুন
বৃশ্চিকঃ আজ আপনার রাস্তায় বিপদের সম্ভাবনা আছে। বাইক বা সাইকেলে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে রাস্তা দিয়ে হাঁটাচলা করুন।
ধনুঃ আজ আপনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। নিজের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। চিকিৎসায় বেশ খরচ হতে পারে।
মকরঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে।
কুম্ভঃ আজ আপনার বাড়িতে অতিথীদের সমাগম ঘটতে পারে। সকল আত্মীয়ের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।
মীনঃ আজ আপনার সাপের থেকে কোনো ভাবে ক্ষতি হতে পারে। সাবধানে থাকুন। চোখ কান খোলা রেখে কাজ করুন।