Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খরচ মাত্র ১৪৯ টাকা, পেয়ে যান আনলিমিটেড ইন্টারনেট, দুর্দান্ত প্ল্যান নিয়ে আসল Jio

ভারতের টেলিকম জগতে প্রতিদিন যেন প্রতিযোগিতা বেড়ে চলেছে। মুকেশ আম্বানির Jio, একের পর এক দুর্দান্ত প্ল্যান নিয়ে আসছে তাদের গ্রাহকদের জন্য। একটা সময় ছিল যখন রিলায়েন্স জিও একচেটিয়াভাবে সবথেকে সস্তায়…

Avatar

ভারতের টেলিকম জগতে প্রতিদিন যেন প্রতিযোগিতা বেড়ে চলেছে। মুকেশ আম্বানির Jio, একের পর এক দুর্দান্ত প্ল্যান নিয়ে আসছে তাদের গ্রাহকদের জন্য। একটা সময় ছিল যখন রিলায়েন্স জিও একচেটিয়াভাবে সবথেকে সস্তায় 4G পরিষেবা প্রোভাইড করত। কিন্তু এখন কিন্তু আর সে রকম অবস্থা নেই। বর্তমানে আরেকটি জনপ্রিয় সংস্থা এয়ারটেল তাদের গ্রাহক সংখ্যায় ভাগ বসানো শুরু করেছে। ট্রাই এর রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে গ্রাহক বৃদ্ধিতে রিলায়েন্স জিও কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে এয়ারটেল। আর এবারে মুকেশ আম্বানির সংস্থা নতুন কালেকশনের ক্ষেত্রে একদম নতুন একটি অফার নিয়ে সামনে এলো।

সম্প্রতি Jio তাদের গ্রাহকদের জন্য একটি নতুন FRC নিয়ে এসেছে যাতে মাত্র 149 টাকা আপনাকে খরচ করতে হবে। অর্থাৎ গ্রাহকদের নতুন কানেকশন নেওয়ার জন্য কেবল 149 টাকা খরচ করতে হবে যেখানে নতুন প্রাইম কানেকশন নিতে খরচ হতো 99 টাকা। এই খরচ ছিল আগে বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে এই খরচ সম্পূর্ণরূপে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আপনার 149 টাকা দিলে Jio এর নতুন গ্রাহক হবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই 149 টাকা প্ল্যান রিচার্জ করালে আপনারা প্রত্যেকদিন পাবেন 1 জিবি করে ইন্টারনেট এবং প্রতিদিন 100 টা করে এসএমএস করার সুযোগ। এছাড়া পাবেন আনলিমিটেড জিও টিউনস। মাত্র 24 দিনের জন্য এই নতুন প্ল্যান ভ্যালিড থাকবে। জানা যাচ্ছে, অত্যন্ত সীমিত সময়ের জন্য এই অফার চালু করা হয়েছে। তার সঙ্গে, জানানো হয়েছে যতদিন এই অফার চলবে ততদিন যে সমস্ত গ্রাহক নতুন কানেকশন নেবেন তাদের ভবিষ্যতে কখনো প্রাইম রিচার্জ করতে হবে না।

About Author