নিউজরাজ্য

অনন্য নজির! মমতার তহবিলে ৯০ হাজার টাকা জমা দিল শ্রমিকরা

Advertisement
Advertisement

কলকাতা: মমতার (Mamata Banerjee) তহবিলে ৯০ হাজার টাকা দিয়ে অনন্য নজির গড়ল শ্রমিকেরা (Labour)। গত বছর লকডাউন (Lockdown) শুরু হওয়ার পর থেকেই কাজ হারিয়েছিলেন অনেকেই। সেই সময় তাদের সহায় হয়েছিল সরকারের একশো দিনের কাজের প্রকল্প। সাধারণ মানুষ এবার সেই সরকারি প্রকল্পের কাজ করে পাওয়া টাকা জমিয়েই এবার মুখ্যমন্ত্রী মমতার করোনা (Coronavirus) ত্রাণ তহবিলে দান করতে এগিয়ে এলেন। সেই মানুষগুলি চন্দ্রকোনার (Chandrakona) বিধায়ক ছায়া দলুইয়ের (Chaya Dolui) হাতে মোট ৯০ হাজার ৮০৬ টাকার চেক তুলে দিয়েছেন।

Advertisement
Advertisement

শনিবার চন্দ্রকোনার ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত কার্যালয়ে ওই টাকা তুলে দেওয়া হয়। তাতে শ্রমজীবী মানুষের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যায় পঞ্চায়েত প্রধান ইসমাইল খাঁ-কে।

Advertisement

প্রসঙ্গত, গতবছর হাজার হাজার শ্রমিককে লকডাউনের সময় কাজ হারিয়ে বিভিন্ন রাজ্য থেকে ঘরে ফিরে আসতে হয়েছিল। একসময় পেট চালানো দুঃসাধ্য হয়ে ওঠে তাঁদের। সেই সময়, অর্থাৎ মে মাসে ১০০ দিনের কাজ তাঁদের সহায় হয়। তাই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাবশত সেই সময়ই তাঁর তহবিলে দান করার সিদ্ধান্ত নেন ওই পঞ্চায়েতের অধীনস্থ ১৫টি সংসদের ১২-১৩ হাজার শ্রমিক। প্রথম ৭ দিন তাঁদের প্রত্যেকে ১ টাকা করে জমান। সেই টাকাই শনিবার মুখ্যমন্ত্রীর তহবিলে জমা পড়ে।

Advertisement
Advertisement

পঞ্চায়েত প্রধান ইসমাইল বলেছেন, ‘‘১ টাকার কয়েন জমিয়েই এত টাকা জমা হয়েছে। এত কয়েন ব্যাঙ্কেও জমা দেওয়া যাচ্ছিল না। শেষে স্থানীয় একটি দোকানে কিছু কয়েন দিয়ে নোট নেওয়া হয়। ৯ হাজার টাকার কয়েন জমা নিয়ে তার পরিবর্তে নোট দিয়েছে ব্যাঙ্ক। তার পর ৯০ হাজার টাকা জমা করে চেক তৈরি করা হয়।’’

শাসকদলের বিধায়ক থেকে ব্লক প্রশাসনের কর্মীরা মজুরির টাকা থেকে মুখ্যমন্ত্রীর তহবিলে দান করার এই উদ্যোগের প্রশংসা করেছেন।চন্দ্রকোনার বিধায়ক ছায়া জানিয়েছেন, ‘‘খুব শীঘ্র মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে ওই টাকা জমা পড়বে।’’

Advertisement

Related Articles

Back to top button