Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিং আমাকে ফাঁসিয়েছে”, বিস্ফোরক মন্তব্য পামেলার

গতকাল বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে পুলিশ গ্রেপ্তার করায় বঙ্গ রাজনীতিতে তীব্র জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। এমনিতেই নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত ছিল। প্রত্যেকটি রাজনৈতিক দল এখন অন্যদলকে কোন না…

Avatar

গতকাল বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে পুলিশ গ্রেপ্তার করায় বঙ্গ রাজনীতিতে তীব্র জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। এমনিতেই নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত ছিল। প্রত্যেকটি রাজনৈতিক দল এখন অন্যদলকে কোন না কোনভাবে নিচু দেখাতে চাই। এবার পামেলা গ্রেফতারির উপর ভর করে তীব্র অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তারই মধ্যে আজ খোদ পামেলা দাবি করেছে যে কৈলাস বিজয়বর্গীয় (kailash Vijayvargiya) ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিং তাকে ফাঁসিয়েছে। গতকাল গ্রেপ্তারের পর তাকে আজ আলিপুর আদালতে তোলার সময় তিনি এই মন্তব্য করেছেন।

আজ অর্থাৎ শনিবার পামেলা গোস্বামীকে মাদক পাচার মামলায় আলিপুর আদালতে পেশ করা হয়। আদালতে ঢোকার মুখে যুব বিজেপি নেত্রী সংবাদমাধ্যমকে বলেছেন, “এটা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের চক্রান্ত। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ওকে আগে গ্রেফতার করা হোক। ঘটনা সিআইডি তদন্ত চাই আমি।” অবশ্য এই কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা রাকেশ সিং। তিনি বলেছেন, “পুলিশ জোর করে ওর মুখ দিয়ে আমার নাম নেওয়া করিয়েছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, আরো এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। পাভেলের সাথে গ্রেপ্তার হওয়া প্রবীর দে আগে থেকেই পামেলাকে মাদক সেবনে বাধ্য করতো। এমনটা লালবাজারে গত বছর অভিযোগ দায়ের করেছিল পামেলার বাবা কৌশিক গোস্বামী। তার অভিযোগ, প্রবীর দে বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তাকে বিয়ে করেনি। তার ফাঁদে পা দিয়ে গতবছর বাড়িছাড়া হয়েছিলেন পামেলা। পুলিশ এখন এর ভিত্তিতে অনুমান করছে যে পামেলার মাদক সেবন প্রবীরের ইন্ধনে হয়েছে।

About Author