Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে কোকেন সহ গ্রেফতার করল পুলিশ

কলকাতা: বিজেপির (BJP) যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে (Pamela Goswami) কোকেন সহ গ্রেফতার করছে পুলিশ (Police)। আজ, শুক্রবার (Friday) বিকেলে পামেলাকে কলকাতার (Kolkata) নিউ আলিপুর (New Alipure) এলাকা থেকে কয়েক…

Avatar

কলকাতা: বিজেপির (BJP) যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে (Pamela Goswami) কোকেন সহ গ্রেফতার করছে পুলিশ (Police)। আজ, শুক্রবার (Friday) বিকেলে পামেলাকে কলকাতার (Kolkata) নিউ আলিপুর (New Alipure) এলাকা থেকে কয়েক লক্ষ টাকার মাদক সহ গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা প্রবীর দে-কে (Prabir Dey)। তাঁরা দু’জনেই একটা গাড়ি করে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে পামেলা নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। গাড়িতে প্রবীর ছাড়াও ছিলেন পামেলার নিরাপত্তারক্ষীরা। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ওই গাড়ি আটকায়। পামেলার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্রাম কোকেন। পুলিশের দাবি, ওই মাদকের বাজারদর প্রায় কয়েক লক্ষ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজেপি-র সঙ্গে পামেলার যোগাযোগ যদিও খুব পুরনো নয়। সম্প্রতি তিনি বিজেপি-র যুব মোর্চার রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। পুলিশ আপাতত তদন্ত করে দেখছে, এই বিষয়ে অন্য কারও যোগাযোগ রয়েছে কি না। কেন এবং কোথায় ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, কোনও বড় চক্রের সঙ্গে পামেলারা জড়িত রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

এ প্রসঙ্গে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘আমি এখনও স্পষ্ট ভাবে এই বিষয়ে কিছু জানি না। না জেনে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে ওঁদের ব্যাগে মাদক ছিল, নাকি তা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটিও ভাববার বিষয়।’’ বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘যদি ফাঁসানো না হয়ে থাকে, তাহলে মাদক সরবরাহের অভিযোগে যা শাস্তি হওয়া উচিত, আইন তাই দেবে।’’

About Author