Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“টেট পরীক্ষায় কারচুপি, তদন্ত বসাব”, বক্তব্য দিলীপ ঘোষের

"ক্ষমতায় আসল্র টেট পরিক্ষা নিয়ে কমিশন বসানো হবে', এই দিনের সাংবাদিক বৈঠকে এমনটাই শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে। একই সাথে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি আরও…

Avatar

“ক্ষমতায় আসল্র টেট পরিক্ষা নিয়ে কমিশন বসানো হবে’, এই দিনের সাংবাদিক বৈঠকে এমনটাই শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে। একই সাথে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি আরও জানান, সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশের জন্য রাস্তায় নামবে বিজেপি। ১৯ ফেব্রুয়ারি বেলা ১২টায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। তাতে শিক্ষক, পার্শ্ব শিক্ষকরা সকলে যোগ দেবেন।

এইদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, “মেধাতালিকার মধ্যে কোনও স্বচ্ছতা নেই। কি মেধার জন্য ১৬,৫০০ জনকে চাকরি দেওয়া হল? সেটাই প্রশ্ন। প্রশ্ন ভুলের কারণে যে মামলা চলছিল, তার রায় ও বের করা হয়নি। সম্ভবত রায় বের করা হবে আগামী মাসে। কিন্তু যারা মামলা করেছিলেন, তাদের নাম বেরিয়ে গিয়েছে এই তালিকাতে।” এখানেই থামেননি তিনি। তার বক্তব্য,এই চাকরি দেওয়ার নাম করে তৃণমূল সরকারের কিছু নেতা-মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে। গোটা বাংলা জুড়ে পরীক্ষার্থীর কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। কোন ক্যাটেগরিতে কত নিয়োগ হয়েছে? OBC, SC, ST, শারীরিকভাবে প্রতিবন্ধী কতজন? তা পরিস্কার নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপরই বিজেপির রাজ্য সভাপতি জানান,”এই তালিকা একদমই স্বচ্ছ নয়। প্রকাশ করতে হবে পূর্ণাঙ্গ তালিকা। চুক্তিভিত্তিক সমস্ত নিয়োগ অস্বচ্ছ। যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হয়েছে, তারা প্রশিক্ষণ প্রাপ্ত নন।” বাংলার বিজেপি সভাপতি আরও বলেন,”এমন প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ২০২১-র অগাস্টের মধ্যে TET পরীক্ষা নিয়ে তদন্ত কমিশন বসাব।”

About Author