Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূল ছাড়লেন অভিনেতা হিরণ, আজই যোগ দিতে পারেন গেরুয়া শিবিরে

কলকাতা; এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম দলবদল ঘিরে। টলিউডও (Tollywood) সেই সমীকরণের বাইরে নয়। বেশ কিছুদিন আগে, বোলপুরের (Bolpure) সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ও (Satabdi Roy) বেসুরো গাইবার পরে জল্পনা শুরু…

Avatar

কলকাতা; এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম দলবদল ঘিরে। টলিউডও (Tollywood) সেই সমীকরণের বাইরে নয়। বেশ কিছুদিন আগে, বোলপুরের (Bolpure) সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ও (Satabdi Roy) বেসুরো গাইবার পরে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার পরে তাঁর দল ছাড়ার সম্ভাবনা কমেছিল। অমিত শাহর (Amit Shah) কাছ থেকে গেরুয়া পতাকা নিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এছাড়া বিজেপিতে যোগ দেন ‘খড়কুটো’ (Khorkuto) সিরিয়াল-খ্যাত অভিনেতা কৌশিক রায় (Koushik Roy)। বেশ কিছুদিন আগে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) দল ছাড়ার কথা বলতে গিয়ে অভিমানের সুরে জানিয়েছিলেন ”প্রচার নয়, কাজের জন্য যাব। ভোটের সময় বলা হয়, এখানে যাও, ওখানে যাও। প্রচার করে এসো। কিন্তু ভোট শেষ হয়ে গেলে কেউ একটা ধন্যবাদের মেসেজও পাঠায় না। এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।”

এবার ফের গ্ল্যামার জগত থেকে আরেক দলবদল। একের পর এক ধাক্কা। এবার তৃণমূল ছাড়লেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এই অভিনেতা যুব তৃণমূলের সহ-সভাপতি পদে ছিলেন। গত কয়েকদিন আগেই তৃণমূল ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। তাঁর মন্তব্যে স্পষ্ট ছিল বিজেপিতে যোগদানের বিষয়টি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ, বুধবার বিজেপিতে যোগদানের বিষয়ে অভিনেতা জানিয়েছেন, “অমিত শাহের সঙ্গে কথা হয়েছে।” সূত্র মারফত জানা গিয়েছে, সম্ভবত আজই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।

About Author