Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম অ্যাপ ‘কু’, সেখানে অ্যাকাউন্ট খুললেন বলি ‘কুইন’ কঙ্গনা

মুম্বই: মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ‘কু-এ অ্যাকাউন্ট খুললেন বলিউডের কুইন। সাইন আপ করার পর কঙ্গনা নিজের প্রোফাইল বিবরণে লিখলেন ‘রক্ত গরম একজন ক্ষত্রিয় নারী’। অ্যাকাউন্ট খোলার পর টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘‘এটি…

Avatar

মুম্বই: মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ‘কু-এ অ্যাকাউন্ট খুললেন বলিউডের কুইন। সাইন আপ করার পর কঙ্গনা নিজের প্রোফাইল বিবরণে লিখলেন ‘রক্ত গরম একজন ক্ষত্রিয় নারী’। অ্যাকাউন্ট খোলার পর টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘‘এটি আমার কু অ্যাকাউন্ট… আমি চাই আমার সব বন্ধুরা আমায় ডিরেক্ট মেসেজে করুক এবং ইয়েলো হার্টে যোগ দিন। কঙ্গনার আকর্ষণীয় ভাবনাগুলো শুনুন ‘কু’ অ্যাপে।’’ কঙ্গনা রানাওয়াত কু অ্যাকাউন্টে তাঁর ফ্যানেদের স্বাগত জানিয়ে মেসেজে লেখেন, “সবাইকে নমস্কার… কাজ করার রাত, এটা ধক্কড় ক্র্যুয়ের সঙ্গে লাঞ্চ ব্রেক। কেন এখন ‘কু’ নয়। পরিচিত হওয়ার জন্য এটা এক নতুন জায়গা। ভাড়ার জায়গা ভাড়ারই হয়। তোমার নিজের জায়গা তোমারই থাকে।”বলিউডের কুইন কঙ্গনা কথাগুলো হয়তো কঙ্গনা ‘টুইটার’কে ঠুকেই বললেন। কিছু মাস আগে টুইটার প্ল্যাটফর্মের নির্দেশিকা লঙ্ঘনের কারণে তার দু’টি টুইট ডিলিট করেন টুইটার কর্তৃপক্ষ।সম্প্রতি কঙ্গনা রানাওয়াত নিজেকে মেরিল স্ট্রিপ, গ্যাল গ্যাডট, টম ক্র্যুজ, মার্লন ব্র্যান্ডো প্রমুখের সঙ্গে তুলনা করে ছিলেন।গতকাল নিজের কৃতিত্ব তালিকাভুক্ত করলেন। টুইটে কঙ্গনা এই প্রসঙ্গে লিখেছেন, ‘পনেরো বছরে বাড়ি ছেড়ে দিই, বাবা আমার স্ট্রাগলে কোনও রকম সাহায্য করেননি। ১৬ বছরে বয়সে আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার পাল্লায় পড়ি। ২১ বছর বয়সে আমার জীবনের সব ভিলেনদের হারিয়ে, একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী হই। মুম্বইয়ের অভিজাত লোকেশন বান্দ্রায় নিজের প্রথম বাড়ি বানাই।’’
About Author