এই টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল। ওপেনার রোহিত শর্মা ২৩১ বলে ১৬১ রানের দুরন্ত একটা ইনিংস দলকে উপহার দেন। আর এই শতরানের দৌলতেই ভারত ৩২৯ রানে পৌঁছয়। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায়। তবে এর পিছনে যাঁর অবদান সবথেকে বেশি তিনি হলেন তামিলনাড়ুর ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তিনি একাই পাঁচ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসেও খারাপ ব্যাটিং করেনি ভারতীয় ক্রিকেট দল। ২৮৬ রান তারা তোলে। এখানেও অশ্বিনের অবদান অনস্বীকার্য। দলের বাকি ব্যাটসম্যানরা যখন একে এরকে ফিরে যাচ্ছিলেন, ঠিক তখনই অধিনায়ক বিরাট কোহলির (৬২) সঙ্গে জুটি বাঁধেন তিনি।তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে ঝকঝকে একটা শতরান। ১৪৮ বলে ১০৬ রান করে আউট হল অশ্বিন। সেইসঙ্গে ভারতের ইনিংসও ২৮৬ রানে অলআউট হয়ে যায়।তবে চতুর্থ ইনিংসে এই উইকেটে ইংল্যান্ডের ব্যাট করাটা যে যথেষ্ট চাপের হবে, সেটা আগে থেকেই আন্দাজ করা হয়েছিল। আর বাস্তবে ঠিক তেমনটাই ঘটল। ১৬৪ রানেই গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। পাঁচটি উইকেট নিলেন অক্সর প্যাটেল, তিনটে অশ্বিন এবং জোড়া উইকেট লেখা হল কুলদীপের নামে। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট দলে কুলদীপ এলেও, সেভাবে নিজের মাটি শক্ত করতে পারেননি। অবশেষে এই জোড়া উইকেট যেন তাঁর ক্ষততে প্রলেপ লাগাল।https://www.facebook.com/326546224099154/posts/3813525678734507/তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে আগামী ২৪ তারিখ থেকে। খেলা হবে আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। দিন-রাতের এই টেস্ট ম্যাচে ভারত জিততে পারে কি না, সেইদিকেই নজর থাকবে গোটা দেশের। কারণ ইতিপূর্বে অ্যাডিলেডে আয়োজিত গোলাপি বলের টেস্ট ম্যাচে ভারতকে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়ে হয়েছিল। আশা করা হচ্ছে, সেই কথাটা মাথায় রেখেই আগামী ম্যাচটা খেলতে নামবেন বিরাট কোহলিরা।That winning feeling! 👌👌
— BCCI (@BCCI) February 16, 2021
Smiles all round as #TeamIndia beat England in the second @Paytm #INDvENG Test at Chepauk to level the series 1-1. 👏👏
Scorecard 👉 https://t.co/Hr7Zk2kjNC pic.twitter.com/VS4rituuiQ
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় ভারতের, ম্যাচের সেরা অশ্বিন
চিপক: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কোম্পানি। প্রথম টেস্ট (Test) ম্যাচে পরাজয়ের পর কোহলির অধিনায়কত্ব নিয়ে গোটা দেশ জুড়ে যে সমালোচনা শুরু হয়েছিল, আজ যেন তিনি…

আরও পড়ুন