Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহাগুরু মিঠুনের বাড়িতে হঠাৎ আগমন আরএসএস প্রধান মোহন ভগবতের, কিন্তু কেন?

মুম্বই: সবই আধ্যাত্মিক যোগের ফল! এভাবেই তাঁর বাড়িতে আরএসএস (RSS) প্রধান মোহন ভগবতের (Mohan Bhagbat) পদার্পনকে ব্যাখ্যা করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এদিন সাতসকালে হঠাত্‍ই মিঠুন চক্রবর্তীর বাড়িতে হাজির…

Avatar

মুম্বই: সবই আধ্যাত্মিক যোগের ফল! এভাবেই তাঁর বাড়িতে আরএসএস (RSS) প্রধান মোহন ভগবতের (Mohan Bhagbat) পদার্পনকে ব্যাখ্যা করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এদিন সাতসকালে হঠাত্‍ই মিঠুন চক্রবর্তীর বাড়িতে হাজির হন আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু আচমকাই কেন আরএসএস প্রধান মহাগুরুর বাড়িতে? মিঠুন যদিও এই সাখ্যাৎকে সৌজন্যের নাম দিয়েছেন। কিন্তু সূত্র বলছে অন্য কথা।

বাংলার ভোট আবহে চলছে জোর কদমে দলবদল, শিবির বদল। জানা গিয়েছে মোহন ভগবত মিঠুনের বাড়িতে আসার আগে মিঠুন গিয়েছিলেন নাগপুরে তাঁর সাথে দেখা করতে। সেখানে গিয়ে মোহন ভগবত কে তাঁর বাড়িতে আশার আমন্ত্রন জানান মিঠুন চক্রবর্তী। এই সৌজন্য সাখ্যাৎ ঘিরে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন মিঠুন। যদিও অভিনেতা বলেছেন, ‘কিছু ধরে নেবেন না। এখনও পর্যন্ত কিছুই হয়নি।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সবই আধ্যাত্মিক যোগের ফল! মিঠুনের দাবি এই সাখ্যাৎ নেহাতই সৌজন্যের। অভিনেতা মিঠুন চক্রবর্তী জানান, এই বৈঠক সম্পূর্ণ অরাজনৈতিক। তাঁর দাবি, ‘ওঁর সঙ্গে আমার আধ্যাত্মিক বিষয়ে বেশ কিছুক্ষণ কথা হয়।’ তাঁর কথায়, ‘মোহন ভগবতের সঙ্গে আমার আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। আমি তাঁর সঙ্গে লখনউয়ে দেখা করেছি। তারপর আমিই বলেছিলাম তিনি যখন মুম্বইয়ে আসবেন তখন যেন আমার বাড়িতে আসেন।’ যদিও এই বৈঠক সম্পর্কে কিছু বলতে চাননি মোহন ভাগবত।

প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। যদিও ২০১৬ সালে তিনি ইস্তফা দেন। তাই এখন তাঁর বিজেপি শিবিরে যোগদানের প্রসঙ্গ উড়িয়ে দেওয়া যাচ্ছে না!

About Author