Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম, আমজনতার মাথায় হাত

নয়াদিল্লি: ফের মধ্যবিত্তের মাথায় হাত পড়তে চলেছে। কারণ, আবার দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের (onion)৷ রাজধানী দিল্লি (Delhi), মুম্বই (Mumbai) সহ দেশের বিভিন্ন বাজারে লাগাতার দাম বেড়ে চলেছে পেঁয়াজের৷ যার…

Avatar

নয়াদিল্লি: ফের মধ্যবিত্তের মাথায় হাত পড়তে চলেছে। কারণ, আবার দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের (onion)৷ রাজধানী দিল্লি (Delhi), মুম্বই (Mumbai) সহ দেশের বিভিন্ন বাজারে লাগাতার দাম বেড়ে চলেছে পেঁয়াজের৷ যার ফলে সাধারণ মানুষের চোখে ফের জল আসতে চলেছে, এমনটা বলাই যায়। অসময়ে বৃষ্টি (Rainfal) ও পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম বাড়তে থাকায় পেঁয়াজের দাম প্রায় তিনগুণ বেড়ে গিয়েছে৷ বছরের শুরুতে পেঁয়াজ বিক্রি হচ্ছিল যেখানে ২৫-৩০ টাকা কিলো হিসেবে, সেখানে গতকাল, শুক্রবার (Friday) দিল্লি ও মুম্বইয়ে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রায় ৬০ টাকা কিলো হিসেবেl

দিল্লির গাজিপুর মান্ডিতে সাধারণত পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কিলো হিসেবে বিক্রি হয়৷ বর্তমানে যা ৪০ থেকে ৪৫ টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে৷ এখন অপেক্ষা শুধুই নতুন পেঁয়াজ আসার। কারণ, একমাত্র নতুন পেঁয়াজ এলেই দাম কিছুটা কমতে পারে বলে আশাবাদী সাধারণ মানুষ। জানা গিয়েছে, নতুন পেঁয়াজ মার্চের প্রথম সপ্তাহে আসতে শুরু করে দেবে৷ এরপর কিছুটা হলেও দাম কমবে৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী একমাস আগে হায়দরাবাদে ১ কিলো পেঁয়াজের দাম ৩৪ টাকা ছিল, যা এখন ২৬ টাকা বেড়ে ৬০ টাকা হয়ে গিয়েছে ৷ শুধু হায়দরাবাদ নয়, দিল্লি, মুম্বই, মীরট, শিলংয়ে একই চিত্র ধরা পড়েছে। ১১ জানুয়ারির তুলনায় ১১ ফেব্রুয়ারি দিল্লিতে পেঁয়াজের দাম ১৯ টাকা, মীরটে ২০ টাকা, মু্ম্বইয়ে ১৪ টাকা, শিলংয়ে ১০ টাকা বেড়েছে৷ এই দাম বৃদ্ধি থেকে রেহাই পায়নি কলকাতাও। কলকাতায় পেঁয়াজের দাম ১৫ টাকা প্রতি কিলো বেড়েছে৷ ফলে আরও একবার পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার ফলে আমজনতার নাভিশ্বাস উঠতে চলেছে, এমনটা কিন্তু বলাই যায়।

About Author