কলকাতা: ‘হয় দেখা করুন, না হলে আমাদের স্বেচ্ছায় মরার অনুমতি দিন।’ রীতিমতো সিরিঞ্জে করে দেহের রক্ত বের করে সেই রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই ভাষাতেই চিঠি লিখলেন শিক্ষকেরা (Teachers)। বিভিন্ন দাবিতে টানা ৩২ দিন ধরে অবস্থান বিক্ষোভে বসেছেন মাদ্রাসা (Madrasa) শিক্ষকরা। আজ, শুক্রবার (Friday) সকালে সল্টলেকের সিটি সেন্টারের (Salt Lakr City Centre) এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে শাসকদলকে।
ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজ আনএডেজ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে বিভিন্ন দাবিতে টানা ৩২ দিন ধরে সিটি সেন্টারে চত্বরে বিক্ষোভে বসেছেন শিক্ষকেরা। তাঁদের মধ্যে সংগঠনের রাজ্য সম্পাদক পলাশ রোম সহ ৬জন আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন বলে জানা যায়। পলাশবাবুর অভিযোগ, ‘‘দীর্ঘ ৯ বছর ধরে আমরা বঞ্চিত। সাম্মানিক চালু করা, মিড ডে মিল সহ আমাদের কোনও দাবি পূরণ হচ্ছে না। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েও লাভ হচ্ছে না৷ তাই রক্ত দিয়ে চিঠি লেখার সিদ্ধান্ত।’’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকই সঙ্গে তাঁর ব্যাখ্যা, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়৷ ওঁনার রাজত্বে আমরা রয়েছি৷ যদি আমাদের দাবি উনি পূরণ করতে না পারেন, তাহলে আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি টুকু অন্তত দিন।’’ ভোটের মুখে এরূপ ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে শাসকদল। যদিও এবিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।