Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগানী ২২ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে ট্যাক্সি ধর্মঘট, ভোগান্তিতে পড়তে পারে যাত্রীরা

কলকাতা: আগামী ২২ ফেব্রুয়ারি (February) রাজ্য জুড়ে ট্যাক্সি (Taxi)-ওলা (Ola)-উবের (Uber) এক যোগে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল পশ্চিমবঙ্গ ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি। সকাল ৭টা থেকে শুরু হবে এই ধর্মঘট।…

Avatar

কলকাতা: আগামী ২২ ফেব্রুয়ারি (February) রাজ্য জুড়ে ট্যাক্সি (Taxi)-ওলা (Ola)-উবের (Uber) এক যোগে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল পশ্চিমবঙ্গ ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি। সকাল ৭টা থেকে শুরু হবে এই ধর্মঘট। ভারা বৃদ্ধি সহ একাধিক দাবী নিয়ে এই ধর্মঘট। অ্যাসোসিয়েশন দাবি, প্রথম দু’কিলোমিটারের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ করতে হবে। তাছাড়া পরের প্রতি কিলোমিটারের ভাড়া ১৫ টাকা থেকে ২৫ টাকা করতে হবে।

এই দাবী নিয়ে তারা আন্দোলনে নামছেন। সংগঠনগুলির অভিযোগ  ট্যাক্সি চালকদের ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারের কোনও মাথাব্যাথা নেই। যে হারে জ্বালানির দাম বেড়ে চলেছে তাতে ভাড়া না বাড়ালে ধর্মঘট জারি থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে  ট্যাক্সিতে উঠলেই ভাড়া গুনতে হয় ৩০টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার প্রথম ২ কিমি ৩০ টাকার থেকে বেড়ে নতুন ভাড়া ৫০টাকা করার দাবি তুলেছে এআইটিইউসি। করোনা আবহে সরকারি অনুমোদনের তোয়াক্কা না করেই ১ আগস্ট থেকে ট্যাক্সির ভাড়া বাড়িয়ে দেয় সংগঠনগুলো। উঠলেই ৫০ টাকা ভাড়া ধার্য করা হয়। যদিও মিটার রিডিংয়ে তা ৩০ টাকাই দেখাতো।

পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, এভাবে ভাড়া বাড়ানো বেআইনি। কেউ অতিরিক্ত ভাড়া দাবি করলে ব্যবস্থা নেওয়া হবে। তাতেও অবশ্য তা থেমে যায়নি। বর্দ্ধিত ভাড়াই নিতে থাকে ট্যাক্সিচালকরা। শেষপর্যন্ত সরকারের চাপ, আর কিছুটা সাধারণ মানুষের ট্যাক্সির থেকে মুখ ফিরিয়ে নেওয়া দেখে পিছু হটতে বাধ্য হয় ট্যাক্সি মালিকরা।

About Author