Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের পরেই দুঃস্থদের খাওয়ালেন ‘নেতাজি’র বউ সোহিনী, নিজের হাতে করলেন পরিবেশন

টলি ও টেলিটাউনে গত বছরের শেষ থেকেই একের পর এক সেলিব্রিটির বিয়ে লেগেই রয়েছে। প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই সারছেন বিয়ে। ইন্সটাগ্রামে তাঁরা নিজেদের তারকাখচিত বিয়ের ছবি পোস্ট করতে…

Avatar

টলি ও টেলিটাউনে গত বছরের শেষ থেকেই একের পর এক সেলিব্রিটির বিয়ে লেগেই রয়েছে। প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই সারছেন বিয়ে। ইন্সটাগ্রামে তাঁরা নিজেদের তারকাখচিত বিয়ের ছবি পোস্ট করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এর মধ্যেই একদম অন্যরকমভাবে নিজের বিয়ের অনুষ্ঠানকে পূর্ণতা দিলেন অভিনেত্রী সোহিনী গুহ রায় (Sohini Guha Roy)। কিছুদিন আগেই দীর্ঘদিনের বন্ধু কল্লোল চৌধুরী(Kallol chowdhury)-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন সোহিনী। কিন্তু জাঁকজমকের জন্য অর্থ ব্যয় না করে সোহিনী ও কল্লোল সমাজসেবায় ব্রতী হলেন।পেশায় ব্যবসায়ী কল্লোল কলকাতার বাসিন্দা হলেও তাঁদের পৈতৃক বাড়ি গুসকরায়। কলকাতায় কল্লোল ও সোহিনীর বিয়ে হলেও তাঁদের রিসেপশন হয়েছে গুসকরাতে। 6 ই ফেব্রুয়ারি ছিল সোহিনীর বৌভাতের অনুষ্ঠান। 5 ই ফেব্রুয়ারি সন্ধ্যায় গুসকরায় কয়েকটি দুঃস্থ পরিবারকে নববধূ সোহিনী নিজের হাতে পরিবেশন করে খাওয়ালেন।বহু বছ ধরেই গুসকরার একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় দরিদ্র পরিবারের খাওয়ার ব্যবস্থা করে আসছে। কলকাতা থেকেই সোহিনী ও কল্লোল স্বেচ্ছাসেবী সংগঠনটির সাথে যোগাযোগ করেছিলেন। বহুবছর ধরেই সোহিনীর ইচ্ছা ছিল বিয়ের সময় দরিদ্র নারায়ণ সেবা করবেন। তাই এদিন স্বেচ্ছাসেবী সংগঠনটির সঙ্গে যৌথ পরিকল্পনা করে গুসকরা স্টেশন চত্বরের কিছু দরিদ্র মানুষকে নিজের হাতে পরিবেশন করে খাওয়ালেন সোহিনী ও কল্লোল। তাঁদের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরাও সোহিনী ও কল্লোলের এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন।
About Author