Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গঙ্গায় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার বিরোধী ছিলাম, উত্তরাখণ্ডে তুষার ধসের পর মন্তব্য উমা ভারতীর

নয়াদিল্লি: ‘গঙ্গায় (Ganga) জলবিদ্যুৎ প্রকল্পের ঘোর বিরোধী ছিলাম,l।' উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রলয়ের পর রীতিমতো বিস্ফোরক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী (Uma Bharti)। তিনি জানিয়েছেন, ‘মন্ত্রী থাকাকালীন গঙ্গার উপর জলবিদ্যুৎ প্রকল্পের তীব্র…

Avatar

নয়াদিল্লি: ‘গঙ্গায় (Ganga) জলবিদ্যুৎ প্রকল্পের ঘোর বিরোধী ছিলাম,l।’ উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রলয়ের পর রীতিমতো বিস্ফোরক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী (Uma Bharti)। তিনি জানিয়েছেন, ‘মন্ত্রী থাকাকালীন গঙ্গার উপর জলবিদ্যুৎ প্রকল্পের তীব্র বিরোধিতা করেছিলাম। হলফনামা দিয়ে কেন্দ্রকে (Central Govt) সে কথা জানিয়েওছিলাম। কিন্তু কেউ কর্ণপাত করেনি।’ উত্তরাখণ্ডে দেবভূমের প্রলয়ে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তপোবন বাঁধ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তপোবন জলবিদ্যুৎ প্রকল্প।রবিবারের (Sunday) হিমবাহ ধসে ফের তছনছ হয়ে গিয়েছে দেবভূমের একাংশ।

এই বিপর্যয়কে প্রকৃতির কড়া সতর্কবার্তা বলে মনে করছেন প্রাক্তন মন্ত্রী। উমা ভারতী ভয়াবহ বিপর্যয়ের পর একাধিক টুইট করেন। বলেন, “হিমবাহ ধস শুধুমাত্র উদ্বেগজনক নয়, বরং একে চরম হুঁশিয়ারি হিসেবেও দেখা উচিত।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি একইসঙ্গে জানান, গঙ্গা ও তার প্রধান শাখা নদীগুলির উপর জলবিদ্যুৎ প্রকল্প তৈরির ঘোর বিরোধিতা করেছিলেন তিনি। উমা ভারতীর কথায়, “আমি মন্ত্রী থাকাকালীন হিমালয় উপত্যকার গঙ্গায় বাঁধ তৈরি নিয়ে হলফনামা জমা করেছিলাম। সেই হলফনামায় মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, হিমালয় উপত্যকা খুব স্পর্শকাতর এলাকা। পাশাপাশি, গঙ্গা ও তার মূল শাখা নদীগুলির উপর জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে নিষেধ করেছিলাম।” উল্লেখ্য, উমা ভারতী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভার জলসম্পদ মন্ত্রকের দায়িত্বে ছিলেন।

About Author