হলদিয়া: গতকাল, রবিবার (Sunday) রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naremdra Modi)। তবে সেটা কোনও রাজনৈতিক কার্যকলাপ ছিল না। ছিল সরকারি কর্মসূচি। হলদিয়া (Haldia) পেট্রোলিয়ামমন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। আর এই সরকারই অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেন যে, এক নতুন গ্যাস পাইপ লাইনের মাধ্যমে প্রত্যেকের রান্নাঘরের কম দামে গ্যাস পৌঁছে দেওয়া হবে।
এদিন তিনি বলেন, ‘এই নতুন প্রকল্প রাজ্যের ছবিটাই বদলে দেবে। দেশে এক গ্যাস এক গ্রিডের প্রয়োজন রয়েছে। পূর্ব ভারতের আর্থসামাজিক ছবি বদলে যাবে। এই নতুন প্রকল্পের মাধ্যমে আমদানি-রফতানির ক্ষেত্রে হলদিয়ার গুরুত্ব বাড়বে। নতুন গ্যাস পাইপ লাইনের ফলে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডের দশটি জেলা সরাসরি লাভবান হবে। গ্যাস পাইপের মাধ্যমে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রান্নাঘরে কম দামে গ্যাস পৌঁছে দেওয়া হবে। ফলে সব মিলিয়ে মানুষের চাহিদা মিটবে এবং মানুষ অনেকটাই লাভবান হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, এদিন যখন প্রধানমন্ত্রী ছিলেন এ রাজ্যে, ঠিক তখন উত্তরাখণ্ডে এক ভয়াবহ তুষার ধস দুর্ঘটনা ঘটে যায়। আর সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী হলদিয়ার মঞ্চ থেকেই। তিনি দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এমনকি এই ঘটনায় দেশবাসী কার্যত প্রার্থনা করছে সকলের উদ্দেশ্যে, এমনটাও তিনি জানিয়েছেন।