Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রমরমিয়ে চলছিল পর্নোগ্রাফির ব্যবসা, পুলিশের জালে জনপ্রিয় অভিনেত্রী

পর্ণোগ্রাফি ফিল্ম বানানোর অভিযোগে এবার গ্রেফতার হলেন মুম্বইয়ের বিখ্যাত টেলি অভিনেত্রী গহনা বশিষ্ঠ (Gehana vasisth)। 6 ই ফেব্রুয়ারি মুম্বই পুলিশ গহনার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। এর আগে পর্ণোগ্রাফি র‍্যাকেট…

Avatar

পর্ণোগ্রাফি ফিল্ম বানানোর অভিযোগে এবার গ্রেফতার হলেন মুম্বইয়ের বিখ্যাত টেলি অভিনেত্রী গহনা বশিষ্ঠ (Gehana vasisth)। 6 ই ফেব্রুয়ারি মুম্বই পুলিশ গহনার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। এর আগে পর্ণোগ্রাফি র‍্যাকেট চালানোর অভিযোগে মুম্বই পুলিশের জালে ধরা পড়েছেন আরো পাঁচ জন ব‍্যাক্তি। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। গত সপ্তাহে মালাডের মাধ এলাকার একটি বাংলোয় ‘রেইড’ চালিয়ে ওই পাঁচ জন ব্যাক্তিকে হাতেনাতে ধরে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের এক অফিসার জানিয়েছেন, ওই বাংলোয় ‘রেইড’ চালানোর সময় এক পুরুষ ও এক নারীকে অর্ধনগ্ন অবস্থায় বিছানায় শুয়ে যৌনকার্যে লিপ্ত হতে দেখা গিয়েছিল। অপরদিকে এই যৌনদৃশ্যের শুটিং হচ্ছিল মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে। সেই মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে মুম্বই পুলিশ। এছাড়াও সেই স্থান থেকে এক নাবালিকাকে উদ্ধার করেছে মুম্বই পুলিশ।মুম্বই পুলিশের তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, গহনা বেশ কয়েকটি পর্ণ ওয়েবসাইট ও অ্যাপে নিয়মিত পর্ণোগ্রাফিক কনটেন্ট আপলোড করতেন। তিনি নিজেও পর্ণ ফিল্মগুলিতে অভিনয় করতেন এবং বেশ কয়েকজন উঠতি মডেল ও অভিনেত্রীদের কাজের টোপ দিয়ে জোর করে এই ধরনের অশ্লীল ফিল্মে অভিনয় করতে বাধ্য করতেন। এই বিষয়ে কিছুদিন আগে গহনার বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়। এফআইআরের ভিত্তিতে গ্রেফতার হন গহনা। গহনা ছাড়াও আরো বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী এবং প্রযোজক পর্ণোগ্রাফি র‍্যাকেটের সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।গহনার প্রকৃত নাম বন্দনা তিওয়ারী (vandana Tiwari)। 2012 সালে গহনা ‘মিস এশিয়া বিকিনি কনটেস্ট’-এর বিজয়িনী হিসাবে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘বেহেনে’-তে নায়িকার ভূমিকায় গহনা অভিনয় করে বিখ্যাত হন। তবে অল্ট বালাজির ওয়েব সিরিজ ‘গন্দি বাত’ তাঁকে আলাদা পরিচিতি দেয়। এছাড়াও গহনা ‘লখনৌভি ইস্ক’, ‘দাল মে কুছ কালা হ্যায়’-এর মতো কিছু ফিল্মে অভিনয় করেছেন।
About Author