শুভেন্দু অধিকারীর এলাকা (Suvendu Adhikary) কাঁথিতে দিন জনসভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ সভা থেকে বিজেপি কে নিশানা করে একের পর এক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেমনি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কে আক্রমণ করে নজিরবিহীন মন্তব্য করলেন তিনি। তিনি শুভেন্দু অধিকারী কে নকুলদানা সঙ্গে তুলনা করলেন এদিন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “আমাকে বারবার তুই তোকারি করে আক্রমণ করা হয়েছে। আমি এতদিন পাল্টা তুই বলিনি। আমি বেইমান না তুই বলে ডাকি না। তবে আজ বলছি। বেইমান দের জন্য আমার মনে কোন সম্মান সমবেদনা নেই। তুই একটা অকৃতজ্ঞ মানুষ। ”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কে ঘিরে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। একজন বিজেপি নেতা বললেন, “আজ অভিষেক ব্যানার্জীর এই সভাতে ২৫০০ পুলিশ ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন ছিল। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সংখ্যক পুলিশের নিরাপত্তা নিয়ে একজনকে চ্যালেঞ্জ করে বাহাদুরি দেখাচ্ছেন? কি এমন হল যে পিসি রাজত্বে ভাইপোকে এত পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে!”
তিনি আরো প্রশ্ন করলেন, “রাজ্যের ৪২ জন সাংসদ যদি সবাই এতগুলো পুলিশ নিয়ে ঘুরে বেড়ান তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কার হাতে থাকবে। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিরাপত্তা দেওয়ার জন্য ২৫০০ পুলিশ মোতায়েন করা হচ্ছে। আর যখন বিজেপির কোন সর্বভারতীয় নেতা আসেন তখন নিরাপত্তা কোথায় যায়? উনাকে নিরাপত্তা দিতে না পারার জন্য অভিষেকের এলাকায় উনার উপর হামলা হয়েছিল।” তিনি আরো বলেন, “আজকের এই ঘটনা প্রমাণ করে দিল, পিসি রাজ্যে অসুরক্ষিত ভাইপো।”