Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূলে যোগ দিলেন ছোট পর্দার যেসকল জনপ্রিয় অভিনেত্রীরা

টলিউড এই মুহূর্তে বিনোদনের বদলে রাজনৈতিক ক্ষেত্র হয়ে উঠেছে। কখনও কেউ যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে, কখনও বা সবুজ শিবিরে। টলিউডের কলাকূশলীরা এখন বিনোদন ছেড়ে ক্রমশ মন দিয়ে ফেলছেন রাজনীতিতে। দীপঙ্কর…

Avatar

টলিউড এই মুহূর্তে বিনোদনের বদলে রাজনৈতিক ক্ষেত্র হয়ে উঠেছে। কখনও কেউ যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে, কখনও বা সবুজ শিবিরে। টলিউডের কলাকূশলীরা এখন বিনোদন ছেড়ে ক্রমশ মন দিয়ে ফেলছেন রাজনীতিতে। দীপঙ্কর দে (Dipankar Dey) এবং ভরত কল (Bharat kaul) -এর পর এবার তৃণমূলে যোগদান করলেন অভিনেত্রী রণিতা দাস (Ranita das), শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharya)। তাঁদের সঙ্গেই যোগ দিলেন দিশা চৌধুরী (Disha chowdhury) ও সৌপ্তিক চক্রবর্তী (Souptik chakraborty)। তৃণমূল সাংসদ দোলা সেন (Dola sen) এদিন চার তারকাকে স্বাগত জানালেন সবুজ শিবিরে।‘ঈষ্টিকুটুম’-এর ‘বাহা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন রণিতা। স্টার জলসার বিখ্যাত সিরিয়াল ‘মা’-তে ‘ঝিলিক’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীতমা। ‘বাবা লোকনাথ’-এর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সৌপ্তিক। বিনোদন জগতে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে আসা কলাকূশলীরা হঠাৎই এগিয়ে চললেন রাজনীতিবিদ হওয়ার দিকে। তবে রণিতা ও শ্রীতমা সরাসরি তৃণমূলে যোগ না দিলেও তৃণমূলের বহু সমাবেশে ও অনুষ্ঠানে দেখা গেছে তাঁদের।শ্রীতমা জানিয়েছেন, তাঁর বাবা সমাজসেবী ছিলেন। তিনিও তৃণমূলে যোগ দিয়ে মানুষের জন্য কাজ করতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর আদর্শ। অপরদিকে রণিতা বলেছেন, বিনোদন জগতে কাজ করতে গিয়ে যখন তাঁর কোনো সমস্যা হয়েছে, তখন তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন মমতা। মমতার আদর্শ এবং লড়াই তাঁকে উদ্বুদ্ধ করেছে। এই কারণে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন তৃণমূলে যোগ দিয়েছেন ‘জল নূপুর’ খ্যাত অভিনেত্রী লাভলী মৈত্র (lovely moitra), সঙ্গীতশিল্পী শাওনা খান (Shaona khan)। ওদিকে ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন কৌশিক রায় (Koushik Roy), রূপাঞ্জনা (Rupanjana), কাঞ্চনা মৈত্র (kanchana moitra), পার্ণো মিত্র (Parno Mitra), ঋষি কৌশিক (Rishi koushik)। রুদ্রনীল ঘোষ তো আবার গিরগিটির মতো ক্ষণে ক্ষণেই শিবির পরিবর্তন করেন। কেরিয়ারের শুরুতে তিনি ছিলেন লাল শিবির, কেরিয়ারের মধ্যগগনে যোগ দিয়েছিলেন সবুজ শিবিরে। এবার তিনি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। দেখেশুনে মনে হচ্ছে রুদ্রনীল বুঝতে পারছেন, তাঁর কেরিয়ারের অন্তিম সময় ক্রমশ এগিয়ে আসছে।
About Author