Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পশুকে আর আঘাত করা যাবে না, আঘাত করলেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা, চূড়ান্ত ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: পশুকে (Animal) আঘাত করলে এবার থেকে সর্বাধিক ৭৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। আপনি কি পশুকে বিনা কারণে মারেন? তাহলে কিন্তু সাবধান! এবার থেকে পশুহত্যা বা পশুকে আঘাত করলে…

Avatar

নয়াদিল্লি: পশুকে (Animal) আঘাত করলে এবার থেকে সর্বাধিক ৭৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। আপনি কি পশুকে বিনা কারণে মারেন? তাহলে কিন্তু সাবধান! এবার থেকে পশুহত্যা বা পশুকে আঘাত করলে সর্বাধিক ৭৫ হাজার টাকা জরিমানা। এমনকি তার সঙ্গে ৫ বছর পর্যন্ত কারাদন্ডও হতে পারে। কেন্দ্রীয় সরকার (Central Govt) পুরনো আইন বদল করে এমনই আইন আনার কথা ভাবছে। এতদিন পর্যন্ত কোনও পশুকে অত্যাচার করলে বা হত্যা করলে ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত। তাও তার নজির ছিল খুব কম। ৬০ বছরের পুরনো এই আইন এবার সংশোধিত হতে চলেছে। পশুদের উপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার বদল আনতে চায় সরকার।

জানা গিয়েছে,নতুন আইনের প্রস্তাবনায় হিংসার ৩ ধরনের মাত্রার উল্লেখ রয়েছে। একটি হল স্বল্প আঘাত, দ্বিতীয়টি আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং তৃতীয়টি হল আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। এই সংশোধিত আইনের ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ টাকা জরিমানা দিতে হতে পারে। পশুটি প্রাণ হারালে অপরাধীকে কারাদণ্ড দেওয়ার কথাও বলা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমান আইনে জরিমানার অঙ্ক নগণ্য বলেই নতুন আইন আনা হচ্ছে, এমনটা নয়। বর্তমান আইনে পশুদের প্রহার,  লাথি মারা, নির্যাতন করা, অনাহারে রাখা সহ বিভিন্ন অত্যাচারের ধরন নিয়ে কোনও উল্লেখ নেই। সেই কারণেই আইনে বদল আনা হচ্ছে বলে খবর।

অনেকেই বর্তমান আইনের গেড়োয় বহু অপরাধীই ছাড়া পেয়ে যাচ্ছে বলে মনে করছেন। সম্প্রতি কেরলে বিস্ফোরক ভর্তি আনারস খাওয়ার পর হাতির মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমান আইনের ফাঁকগুলো আরও বেশি নজরে এসেছে। সেই সময়ই বর্তমান আইনের সংশোধনের প্রস্তাব দেন রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর।

প্রসঙ্গত,বর্তমানে ভারতের বিভিন্ন আদালতে মোট ৩১৬টি এমন মামলা চলছে। যার মধ্যে ৬৪টি মামলা সুপ্রিম কোর্টেই বিচারাধীন।

About Author