Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য কপিল দেবের জেনে নিন, কী বললেন তিনি

এবার কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করলেন কপিল দেব (Kapil Dev)! মূলত, পঞ্জাব (Punjab), হরিয়ানা (Hariana) এবং উত্তরপ্রদেশের (Uttarpradesh) অসংখ্য কৃষক (Farmer) গত দুই মাস ধরে দিল্লির (Delhi) সীমান্তে নতুন কৃষি…

Avatar

এবার কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করলেন কপিল দেব (Kapil Dev)! মূলত, পঞ্জাব (Punjab), হরিয়ানা (Hariana) এবং উত্তরপ্রদেশের (Uttarpradesh) অসংখ্য কৃষক (Farmer) গত দুই মাস ধরে দিল্লির (Delhi) সীমান্তে নতুন কৃষি আইন নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। ১৯৮৩-র প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কৃষকদের পক্ষে কিংবা বিপক্ষে মন্তব্য করেননি। তবে নেটমাধ্যমে ‘দ্বন্দ্ব’ কথাটির উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি মনে করেন খুব দ্রুত এই সমস্যা মিটে যাবে।

কপিল দেব টুইটারে লিখেছেন, “আমি দেশকে খুবই ভালবাসি। আশা করি কেন্দ্রীয় সরকার ও কৃষকদের মধ্যে এই দ্বন্দ্ব খুব দ্রুত মিটে যাবে। এই সমস্যা মিটিয়ে ফেলার জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন। আর একটা কথা মনে রাখা উচিত, দেশ কিন্তু সবার আগে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত,ভারত শুক্রবার থেকে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ অভিযান শুরু করেছে। তাই ‘কিং কোহালি’র টিম ইন্ডিয়াকেও শুভেচ্ছা জানালেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।

কপিল আরও লিখলেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু করার আগে আমার ভারতীয় দলকেও শুভেচ্ছা জানাই। আমার বিশ্বাস এই সিরিজে টিম ইন্ডিয়া ব্যাপক সাফল্য পাবে। জয় হিন্দ।”

উল্লেখ্য,ক্রিকেটার কপিল ছাড়াও ভারতীয় দলের ড্রেসিংরুমেও কৃষক আন্দোলনের আঁচ লেগেছে। জো রুটদের হারানোর ছক তৈরি করার পাশাপাশি এই বিষয় নিয়ে বিরাট কোহালির সতীর্থরাও উদ্বিগ্ন।সেটা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন অধিনায়ক।

About Author