নিজে একজন অভিনেতা হয়েও অন্যান্য রাজনীতিবিদের অভিনয় প্রশংসা করলেন এদিন তৃণমূল নেতা সোহম (Soham Chakraborty)। প্রকাশ্য জনসভায় থেকে তিনি এদিন বললেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) হচ্ছেন সবথেকে বড় অভিনেতা। তার থেকে বড় কেউ নন।তৃণমূল নেতা তথা অভিনেতা সোহম চক্রবর্তী এদিন এভাবেই কটাক্ষ করলেন রাজিব ব্যানার্জি কে। এবার থেকে অভিনেতা খোঁজার জন্য হাপিত্যেশ করতে হবে না প্রযোজকদের এরকম পরামর্শ দিলেন তিনি।
রাজীব বন্দ্যোপাধ্যায় সোহমের থেকে বড় অভিনেতা। এই কথা বলে তিনি শুরু করলেন পূর্ব বর্ধমানের নির্বাচনী জনসভা। সেখান থেকে তিনি রাজিব কে নিশানা করে বলেন, ‘আমাদের বন্ধু পরিচালক এবং প্রযোজকদের বলবো ভালো অভিনেতার জন্য হাপিত্যেশ করার কোন প্রয়োজন নেই। কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়েও অনেক বড় অভিনেতা। তাই যদি না হতো তাহলে চোখের জল মুছতে মুছতে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বেরিয়ে গেলেন। ঠিক তারপরের দিন বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করছেন। এর থেকে বড় অভিনেতা হয় নাকি। প্রযোজকরা ভালো অভিনেতা না পেলে আমাকে বল আমি তোমাদের ভালো অভিনেতার খোঁজ দেব ফিল্মে কাজ করার জন্য।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর সাথেই তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র ভাষায় আক্রমণ করে বললেন, “বিজেপির উন্নয়নের কোন দিশা নেই। তাই তারা তৃণমূলের নেতা নেত্রীদের নামে বিভিন্ন ধরনের কুৎসা করে বেড়াচ্ছেন। ভোট আসতেই বিজেপির পরিযায়ী নেতারা দিল্লি থেকে চলে আসছেন। এরা কেউ বাংলার উন্নয়ন করবেন না। ভোট হলেই এরা ফিরে যাবেন। বাংলার উন্নয়ন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”