Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মমতার পালটা জবাব, দল বললেই নন্দীগ্রাম থেকে নির্বাচন লড়বেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দল বদলের পর নন্দীগ্রাম আসনটি নিয়ে এইবার নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সেই বিষয়ে…

Avatar

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দল বদলের পর নন্দীগ্রাম আসনটি নিয়ে এইবার নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। দলের কারও উপর ভরসা রেখে নন্দীগ্রামের মতো আসন ছাড়বেন না তিনি। আসনটি থেকে নিজে লড়বেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের ১৮ জানুয়ারি সেই কথা ঘোষণার পরে ইতিমধ্যেই দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। এইবার সেই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পালটা হিসাবে নিজেই লড়াই করার ইঙ্গিত দিলেন সদ্য গেরুয়া শিবিরে যোগদানকারী শুভেন্দু অধিকারী। তবে দলের সিদ্ধান্তই যে শেষ কথা তো পুরুলিয়ার সভামঞ্চ থেকে উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যে কেউ যথেষ্ট বলে দাবি করেছেন তিনি।

এছাড়াও এইদিনের সভা থেকে একাধিক বিষয়ে আবারও শাসকদলের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের কর্মিসভার মঞ্চ থেকে নাম না করে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। বন সহায়ক পদে নিয়োগ তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছিলেন। তদন্ত করে তা জানা গিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তার পাল্টাও দিয়েছেন প্রাক্তন বনমন্ত্রী। নিয়োগ সংক্রান্ত সুপারিশ কোন জায়গা থেকে আসছে, তা প্রয়োজনে ফাঁস করে দিতে পারেন বলেও হুমকি শোনা গিয়েছে তার মুখে। একই সুর শোনা গিয়েছে শুভেন্দুর গলাতেও। যে কোনও বিষয়ে চুক্তি ভিত্তিতে নিয়োগে কালীঘাট থেকে সুপারিশ আসছে বলেও দাবি করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুভেন্দুর সভাকে ঘিরে বুধবার রাত থেকে উত্তপ্ত গোটা এলাকা। আগুনও ধরিয়ে দেওয়া হয় তার সভামঞ্চের একাংশে। শাসক শিবিরের আশ্রিত দুষ্কৃতীরা এ কাণ্ড করেছে বলেই অভিযোগ বিজেপির। সেই ইস্যুতে মুখ খুলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। সভা বানচাল করার চেষ্টা করা হয়েছে বলেই অভিযোগ তার। এছাড়াও এদিন একই ভঙ্গিমায় পুরুলিয়ার সভামঞ্চ থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘ভাইপো’ বলে কটাক্ষ করেন শুভেন্দু। পাশাপাশি কেন্দ্রের মোদি (Narendra Modi) সরকারের ঢালাও প্রশংসা করেন। বাজেট যথেষ্ট জনদরদী বলেও দাবি তার।

About Author